রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago

আমার বাংলা ব্লগের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছবিতে গল্প থাকে—চোখে না বললেও মনে বলে! আজকের দিনে আমি ধরা দিয়েছি কিছু দৃশ্যের খোঁজে। আমার ক্যামেরা নয়, আমার চোখ বলেছে, “এই মুহূর্তটা ধরে রাখো!”

তারিখ: ২২ মে ২০২৫। বার: বৃহস্পতিবার | বাংলা মাস: ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ।

এই পোস্টে থাকছে কিছু ছবি আর তার পেছনের ছোট্ট ভাবনা। চলেন তবে—চোখে দেখি, মনে অনুভব করি...


পদ্মা নদীর মাঝখান থেকে সূর্য দেখা।


1000351636.jpg

1000351640.jpg

এই ছবিটি রাজশাহী পদ্মার মাঝ থেকে তোলা। তখন নৌকা দিয়ে চড়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিলো সূর্যের আসল সৌন্দর্য নদীর বুক থেকে বের হয়ে আসছে। মনে হচ্ছিলো বিদায়ের আগে শেষবারের মতো নদীরবুকে গোসল করে নিচ্ছে। নৌকা ছুঁয়ে যাচ্ছে ঢেউ, সূর্যের আলো ঝরে পড়ছে জলের উপর প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এক শান্ত অথচ আবেগময় ছবি।এই মুহূর্তটা কেবল চোখে নয়, মনে গেঁথে রাখার মতো, যেন কোনো তাড়া নেই। সবকিছু থেমে আছে, শুধু মনটা বয়ে চলেছে নদীর মতো।আমি মোবাইলে ছবি তুলেছিলাম এই মূহুর্তটার কারণ মনে হচ্ছিল, এই আলোটা আর কখনো এমন করে ফিরবে না।এই একটুখানি মুহূর্ত, যেন একটা গল্প হয়ে রয়ে গেল ছবির ভেতর।


বৃষ্টি ও প্রকৃতির ছোঁয়া

আজকের আকাশ ছিল বেশ ভারী আর মেঘলা।আমি চারুকলার রাস্তা ধরে চারুকলা যাচ্ছিলাম। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ, যেন প্রকৃতি অপেক্ষা করছে এক দমকা বৃষ্টির জন্য। এমন মুহূর্তেই আমার চোখে পড়ল রঙে ভরা এক কৃষ্ণচূড়া গাছ। গাছটির ঠিক রাস্তার উপরে ছিল, উপরে মেঘলা আকাশ, নিচে ফুলে ভরা কৃষ্ণচূড়া, মনে হচ্ছিল প্রকৃতির একটি বিশেষ মুহূর্ত এটি।

1000363127.jpg
প্রথম ছবিটি ঠিক সেই মুহূর্তেই তোলা — গাঢ় মেঘলা আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছে লাল ফুলের বাহার। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা এই উজ্জ্বল লাল ফুলগুলো যেন প্রকৃতির ক্যানভাসে তুলির শেষ ছোঁয়া।

1000363138.jpg

চারুকলা যাওয়ার পর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হল। আমি বসে ছিলাম বারান্দায়, এই মুহূর্তটাকেও আমি ক্যামেরাবন্দি করে নিলাম। ছবিতে ধরা পড়েছে বৃষ্টির প্রথম ফোঁটা। চারপাশে গাছপালায় এক ধরনের সতেজতা ছড়িয়ে পড়েছে। ছায়াঘেরা পরিবেশ আর ধীরে ধীরে নামতে থাকা বৃষ্টি যেন সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছে।

1000363139.jpg

ছবিটি তোলা হয়েছে ছাদের নিচ থেকে। বৃষ্টির ফোঁটা পড়ছে টিনের ওপর, আর দূরে দেখা যাচ্ছে আগের ছবির সেই মূর্তি ও তার পেছনের সবুজ গাছগুলো। পাম গাছ আর আকাশের মেঘ একসাথে মিলেমিশে যেন এক গভীর আবেগ ছুঁয়ে যায় মনকে।

এভাবেই প্রকৃতি আমাদের সামনে তুলে ধরে তার অনন্য রূপ — কখনও রঙে, কখনও ছায়ায়, আবার কখনও বা বৃষ্টির শান্ত সুরে।

রাতের সাদা কালো মুহূর্ত

রাত — এক রহস্যময় সময়। দিনের কোলাহল শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখনই রাত খুলে দেয় তার নিজস্ব রঙহীন অথচ গভীর রঙের মুখ। আজকের পোস্টে তেমনি কিছু সাদা-কালো ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি রাতের কিছু অনুভূতির মুহূর্ত।

1000353814.jpg
মেঘের আড়াল থেকে মুখ দেখানো একফালি চাঁদ। তার আলো খুব বেশি নয়, কিন্তু সেই অল্প আলোয় পুরো আকাশ যেন ধীরস্থির এক গল্প।

1000353815.jpgনিঃসঙ্গ শহরের একটি রাস্তা। দোকানগুলো বন্ধ, রাস্তায় মানুষ নেই বললেই চলে। তবু উজ্জ্বল কিছু লাইট পোস্ট আর দূরের আলো যেন জানান দিচ্ছে, শহর এখনো ঘুমায়নি।

1000353812.jpgরেলস্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন। জানালার কাঁচে আলো পড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্রতিচ্ছবি। এই ছবিটা যেন অপেক্ষার প্রতীক — কারো ফিরে আসার, আবার কারো চলে যাওয়ার

1000353809.jpg
স্টেশনের পাশের এক দোকানের সামনে শুয়ে থাকা একটা কুকুর। ক্লান্ত, কিন্তু নিশ্চিন্ত। পেছনে ব্যস্ত কিছু মানুষ, কিন্তু তার দৃষ্টিতে নেই কোনও ব্যস্ততা। এই চিত্র যেন রাতের নিঃশব্দ জীবনের প্রতিচ্ছবি।
রাতের এই সাদা-কালো মুহূর্তগুলো আমাদের চোখে পড়ে না সব সময়। কিন্তু থেমে যদি একটু তাকাই, তাহলে বুঝি — রাতও কথা বলে, শুধু একটু মন দিয়ে শুনতে হয়।

এই ছিলো আজকের আমার ফটোগ্রাফির কিছু অংশ। আবারও আপনাদের সাথে শেয়ার করবো নতুন কিছু। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ভীষণ সুন্দর হয়েছে আপনার তোলা এই ফটোগ্রাফি গুলি। চমৎকার চোখ ধাঁধানো প্রত্যেকটি ফটোগ্রাফি। পদ্মার মাঝখান থেকে সূর্যের ফটোগ্রাফি মেঘলা আকাশের এবং শেষের ফটোগ্রাফি সবকটি মন ছুয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা খুব ভালো বলার উপায় নেই। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ । সব সময় চেষ্টা করি নতুন নতুন ছবি তোলার সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, আপনাদের ছবিগুলো ভালো লেগেছে এটিই আমার স্বার্থকতা ।

 3 months ago 

ওয়াও খুব সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।সব গুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করছেন। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া , আপনাদের প্রশংসামূলক মন্তব্যই আমার ছবি তোলার অনুপ্রেরণা ।

 3 months ago 

পদ্মানদীর মাঝে ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল। মেঘাচ্ছন্ন অবস্থার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপনি। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111718.15
ETH 4450.55
SBD 0.84