ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০৮steemCreated with Sketch.

in #photographylast year (edited)

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvJNCxCqBnsmhGKR7Tn1arhJpcpewfmtCH9y11bsycTyvtZ3DB6dtG2z.jpeg

গত পর্বে বলেছিলাম যে আর হয়তো বা একটি পর্বের পরেই আমার এই সিরিজটি শেষ হয়ে যাবে । কিন্তু, আজ অষ্টম পর্ব লেখার সময় দেখছি যে সিরিজটি আটটি পর্বে সমাপ্ত করা কঠিন । তাই, আরো দু'টি পর্বের পর শেষ হয়ে যাবে এই সিরিজটি । লাস্ট পর্ব দু'টি প্রকাশ করবো পর পর - আগামীকাল ও পরশুদিন ।

আজকের এপিসোডটি অনেক আনন্দদায়ক হবে আশা করছি আপনাদের কাছে । দ্বিতীয় তলা শেষ করে নেক্সট পর্ব দু'টিতে থাকবে তৃতীয় তলার অ্যাকোয়ারিয়ামের দৃশ্যগুলো । আমার আজকের এই পর্বটি সাজিয়েছি অনেকগুলি সামুদ্রিক প্রাণীর ফোটোগ্রাফি দিয়ে । এর মধ্যে মাছ, কচ্ছপ, কাঁকড়া, শামুক-ঝিনুক সব রয়েছে ।

আজকের এপিসোডের উল্লেখযোগ্য সামুদ্রিক প্রাণীরা হলো - tripletails বা blackfish, Reticulate whipray, spotted softshell turtles বা Lissemys, gopher tortoise, Greek marginated tortoise, Indian flapshell turtle, Brownbanded bamboo shark, Mud Crab, Flower crab, Zebra tilapia এবং mottled eel ।

এদের মধ্যে স্পটেড সফটশেল টার্টল আগে দেখেছি কলকাতা চিড়িয়াখানায় । Greek marginated tortoise ও দেখেছি একটা আলিপুর জু তে । এই কচ্ছপগুলোর আয়তন বিশাল হয়ে থাকে । পিঠে বড় বড় উঁচু ঢিবির মতো থাকে । একটা পূর্ণবয়স্ক মানুষকে পিঠে বসিয়ে দিব্যি এটা চলতে পারে । আর দেখেছি এর আগে Mud Crab এবং Flower crab । দুটো প্রজাতিই সমুদ্রে মেলে, তবে Flower crab টা শুধুমাত্র সমুদ্রে পাওয়া গেলেও Mud Crab টা লোনা জলের নদী, খাল-বিল ও গাঙে পাওয়া যায় সমুদ্রের পাশাপাশি ।

এই দুই রকমের কাঁকড়াই খেয়েছি আমি । তবে স্বাদের দিক থেকে Mud Crab -ই সেরা ।

এই পর্বে আমার কাছে সব চাইতে অদ্ভুত দর্শন মাছ বলে মনে হয়েছে Brownbanded bamboo shark অর্থাৎ বাদামি মাথার বাঁশ হাঙর । নামটা কি অদ্ভুত ! তাই না ? নামটা যেমন অদ্ভুত চেহারাও তেমনি অদ্ভুত । আসলে এই হাঙর গুলোর গায়ে এমন ভাবে ডোরা কাটা থাকে যে দেখলে মনে হবে যেন বাঁশের গিঁট, তাই এই নাম ।

এরপরে যে মাছটা দেখতে অদ্ভুত সুন্দর সেটি হলো Zebra tilapia অর্থাৎ জেব্রা তেলাপিয়া । এটি তেলাপিয়া মাছেরই একটি প্রজাতি, কিন্তু এর সারা গায়ে সাদা-কালো ব্যান্ড পরানো, ঠিক যেনো জেব্রা । তাই এদের নামই হয়ে গিয়েছে জেব্রা তেলাপিয়া ।

একদম লাস্টে এক সৃষ্টিছাড়া অদ্ভুত মাছের কথা বলে শেষ করছি আজকের পর্বটি । মাছটি হলো mottled eel । এই ঈল বা বান মাছ সাঁতার কাটে চিৎ হয়ে । অর্থাৎ তাদের সাদা পেট উপরে তুলে উল্টো হয়ে সাঁতার কাটে । কি অদ্ভুত স্বভাব ! তাই নয় কি ?

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvJKc4uQM2C8L4HF7CQcJeX4aGzEbXEFhGXkwRWYdiwrTcBvesGAX3iv.jpeg

tripletails বা blackfish

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১২ টা ০৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvJNCxCoRcnvWrr2P6dN48WEUNSjzR4LfeBgc8fHnfGFwDpWcHUHhjDg.jpeg

Reticulate Whipray

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১২ টা ০৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvJNCxCoRcpDNKCKJXG4uMVpg6dqfdBuN4R3RJFPdyNv1tXH2X5J1AaS.jpeg

Greek marginated tortoise

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১২ টা ০৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvJNCxCqBnq9twYRLxZzPjHrpdyc4Bg86Nm367vhec5ia5vcotRxxz3g.jpeg

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvJNCxCqBnrRsWmddzUV9GtzeSCCCwzTdwZ5YCq1Xt1zgx19Ec5jHLkW.jpeg

Mud Crab

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১২ টা ০৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55838.64
ETH 2285.93
USDT 1.00
SBD 2.33