পরিবেশ নিয়ে কিছু কথা
আজকের টপিক পরিবেশ কাকে বলে
পরিবেশ বলতে কোন ব্যবস্থার উপর কার্যকর বাজে প্রভাবকসমূহ সমষ্টিকে বোঝায়।যেমন: চারপাশের ভৌত অবস্থা, জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান ইত্যাদির সামষ্টিক রূপই পরিবেশ। পরিবেশের প্রতিটি উপাদানের দ্বারাই একজন ব্যক্তি বা প্রাণী বা জীব এমনকি উদ্ভিদ প্রভাবিত হয়ে থাকে। এই প্রভাবকসমূহের মধ্যে থাকে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বা কৃত্রিম পারিপার্শ্বিক উপাদানসমূহ
১. পরিবেশের উপাদানসমুহ
২. পরিবেশের শ্রেণিবিভাগ
৩. পরিবেশ দূষণ ও অবক্ষয়
৪. পরিবেশ আইন
৫. পরিবেশ বিষয়ক পত্রিকা সমূহ
৬. তথ্যসূত্রsource
পরিবেশ ছাড়া আমাদের জীবন জানা অনেক কষ্টের আমাদের সকলের উচিত পরিবেশে পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
বরং আমরা পরিবেশের ক্ষতি করে।মানবজাতি বোঝেনা যে পরিবেশের ক্ষতি করা মানে আমাদের নিজেদের ক্ষতি নিজেরা করা।পরিবেশ না থাকলে আমাদের জীবনযাপন দুঃসাধ্য হয়ে যেত।ভাই আমি সকলের প্রতি অনুরোধ করবো যাতে আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখে।আমাদের আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে যে আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখব।আমি আশা করব আপনারা সবাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনাকে আত্নত্যাগী হবেন
vai apnar kache amar ekta prosno chilo?
apni ki amake somoy dite parben?
vai apnar environment niya eto
sochetonota mulok post aamar khub valo legeche.
Excellent vai...
ভাই আমাদের পরিবেশ সবাই মিলে কাজ করার দরকার। তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে।
ভাই আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত দেওয়া এর জন্য অসংখ্য ধন্যবাদ ।
এবং আপনার পোস্ট অনেক সুন্দর ফোটোগ্রাফার হইছে।যা আমাদের পরিবেশ সম্পর্কে জানো জন্য।
thanks
Vai welcome
পরিবেশ নিয়ে আপনার এই জনসচেতনতামূলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ
thanks
You got a 1.82% upvote from @postpromoter courtesy of @sorayakhatun!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!