Some photographs

in #photo2 months ago
একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা কথা বাড়াবো না তবে শুরু করতে যাব আজকের ফটোগ্রাফি পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে যদি এটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ফটোগ্রাফি বা বিষয়বস্তু। আশা করা যায় আপনাদের ভালো লাগতে পারে তো আর কথা না বাড়াই শুরু করতে যাচ্ছি। ![17210286240333430112443150169427.jpg]() দিন যায় দিন আসে কত স্মৃতি চোখে ভাসে তবুও মানুষকে নিতান্তই এগিয়ে যেতে হবে তাই আজকে এই ফটোগ্রাফি গুলো তুলে ধরলাম কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। সবারই ভালোলাগা মন্দলাকে থাকতে পারে তাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই।

প্রতিদান ধারাবাহিকত এই ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে জানাবেন আসলে আমি আজকে ন্যাচারাল ফটোগ্রাফি শেয়ার করলাম প্রকৃতি আসলে আমাদের অনেক উপকারে আসে আর প্রকৃতি দিন নির্ধারণ হচ্ছে এটা আসলে মনে হয় জানা বুঝতেই পারছেন বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনারা ও মন্তব্য জানাবেন আপনাদের মতামত গুলো।

তোর কথা বাড়াবো না ব্যস্ত সময় ব্যস্ত দিন দিন কাটছে এই সময়ের ব্যবধান আর অনেক অলিগলি সব কিছু মিলিয়ে চলছে দিন তবুও চেষ্টা করছি নিজের মতো করে ঝাঁপিয়ে ঝুপিয়ে যে পাবে সে পাবে আপনাদের মাঝে তুলে ধরতে। ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60030.46
ETH 2413.07
USDT 1.00
SBD 2.43