লেখা পড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন
লেখা পড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন
আমাদের সমাজে এমন অনেক ছাত্র আছে যারা অনেক সময় নষ্ট করে। ছাত্র দেরতো সবসময় পড়া শুনা করতে হয় না । আর আমাদের ঢাকা শহরে ছাত্ররা সময় নষ্ট না করে ওরা বিভিন্ন রকমের পার্ট টাইম জবের ভিতরে ডুবে আছে। আর যারা নতুন নতুন ঢাকা যাই এরা হতাশ হইয়া পড়ে কি করবে ...কোন কাজ পাবে কি না... এই ভেবে হতাশ হয়। সুতরাং হতাশ হবার কারন নাই ।
শপিং মলে পার্ট টাইম জব করতে পারেন
আমাদের ঢাকা শহরে ছাত্র দের জন্য বিভিন্ন বড় বড় শপিং মলে পার্ট টাইম জবের বাবস্তা করেছে। এই খানে আপনি ফুল টাইম এবং আধা টাইম ২ ধরনের জবই করতে পারেন। ফুল টাইম এর জন্য ৮ ঘণ্টা এবং আধা টাইম এর জন্য ৪ঘণ্টা পরিশ্রম করা লাগে । এই ধরনের জবের জন্য ছাত্র ছাত্রিদের অনেক ভাল বাবস্তা। আধা টাইম এর জন্য তেমন কোন পেরা থাকে না। আপনি ছাত্র জিবনে খুব ভাল মত এই জব করতে পারেন। এবং আপনার নিজের কিছুটা খরচ বহন করতে পারেন। তাতে করে আপনার পরিবারের উপরে চাপ কমে যাবে। এবং আপনার পড়াশুনা চালিয়ে নিয়া যেতে পারেন।
টিউশনি করাতে পারেন
আমাদের বাংলাদেশে যে কোন সিটি শহরে অনেক চাহিদা আছে টিউশনি করার জন্য। আপনি ঢাকাতে ২ টা ছাত্র টিউশনি করালে আপনার আর কিছু করা লাগবে না। ছাত্র জিবনের নিজের খরচ নিজেই চালাতে পারবেন । ঢাকা তে ২ ছাত্র পড়ালে আপনি কমপক্ষে ১০ হাজার টাকা পাবেন। আর আপনার ছাত্র জিবনের পড়াশুনাও সার্থক হবে। আপনি ভালমত পড়াশুনা করতে পারবেন। মাজে মাজে আপনার পরিবারের জন্য সাহায্য করতে পারবেন কিছু টাকা দিয়া।
সবাইকে অনেক ধন্যবাদ
Steemit কে Part Time Job হিসেবে বেছে নিয়েছি আমি।
খুব ভাল করছেন । আপনার বর কোটিপতি বউ পাবে
You got a 37.75% upvote from @postpromoter courtesy of @mrsallu!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!