ম্যাচিউরিটি

in #partiko6 years ago (edited)

কখন বুঝবেন আপনি ম্যাচিউরড?
১. যখন বুঝতে পারবেন জগতের কোনকিছুই কখনো কারো জন্য থেমে থাকে না।
২. যখন অন্যের ওপর আশা করা ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব শতভাগ নিজে পালনে সচেষ্ট হবেন।
৩. যখন বুঝবেন প্রত্যেকে তার নিজের অবস্থান থেকে ঠিক।
৪. শুধু ঝামেলা এড়ানোর জন্যই যখন চুপ থাকবেন।
৫. গাধা শ্রেণির লোকদের সাথে তর্কে নামা শতভাগ পরিহার করবেন।
৬. বিনা বাক্য ব্যয়ে অপমান হজম করা এবং রাগ নিয়ন্ত্রনে রাখা ম্যাচিউরিটির অন্যতম লক্ষণ।
৭. নিজেই একটা কিছু- ভাবা বন্ধ হবে যখন।
৮. নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করার অভ্যাস হবে যখন।
৯. যখন শোঅফ করা বন্ধ হবে।
১০. যখন বুঝবেন নিজের সমস্যা অন্যকে জানানোর মতো বোকামি আর নেই। কেউ সমাধান করবে না, সহানুভূতিতে কিচ্ছু যায় আসে না।
১১. কেউ ভুল ধরিয়ে দিলে যখন খুশি হবেন এবং অন্যের ভুল ধরা বন্ধ করে দিবেন।
১২. নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন যখন।

Posted using Partiko Android

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71178.18
ETH 3871.22
USDT 1.00
SBD 3.50