চাণক্য শ্লোক বাংলা: ৩৭ ও ৩৮

in #palnet5 years ago

:::::::::::::::::৩৭ সাধু ব্যক্তি:::::::::::::::::::

সকল বাসনা যার পর উপকারে।
সাধু কহে তাহারেইসব শাস্ত্রকারে।।
দূরেতে পলায় তার সকল বিপদ।
প্রতি পদে পদে হয় বহু সম্পদ।।

বঙ্গানুবাদ: যাহার মনের মধ্যে সর্বদা পরোপকারের ইচ্ছা বর্তমান থাকে, তাহার সমস্ত বিপদ দূরীভুত হয় এবং প্রত্যেক পদে পদে সম্পদলাভ হয়ে থাকে।


saint-coloman-3092260_640.jpg

:::::::::::::::::::৩৮ বাসযোগ্য হীন:::::::::::::::::::::

যে দেশে বা স্থানে নাই মান সম্মান।
বন্ধু নাহিকো যেথা নাহি বিদ্যা জ্ঞান।।
জীবিকা অর্জনের কোনো উপায় না রয়।
সে স্থান বসবাসের উপযোগী নয়।।

বঙ্গানুবাদ: যে স্থানে বা যে দেশে সম্মান, বন্ধু বান্ধব বা বিদ্যা লাভের উপায় নেই, জীবিকা অর্জনের কোনো সুযোগ নেই, সে জায়গা বাস করার উপযোগী নয়।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Sort:  

As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63178.17
ETH 2581.50
USDT 1.00
SBD 2.71