চাণক্য শ্লোক বাংলা: ১৩ ও ১৪

in #palnet5 years ago

::::::::::::::::::::::১৩ অসামঞ্জস্য:::::::::::::::::::::::

এক নক্ষত্রে গর্ভে দুয়ে জন্ম যদি লয়।
তথাপি হয়না সমান তাদের হৃদয়।।
একই বৃক্ষের ফুল আর কণ্টক যথা।
সম পরিবেশেও নাই গুনে নিশ্চয়তা।।

বঙ্গানুবাদ: একই নক্ষত্রে, একই মাতৃগর্ভে জন্ম নিলেও সব জাতকের হৃদয় সমান হয়না। যেমন একই বৃক্ষে ফুল আর কাঁটা বিদ্যমান থাকে, তবু তাদের মধ্যে বহু প্রভেদ লক্ষ করা যায়। তেমনি একই পরিবেশে থেকেও সমান গুণী হওয়ার নিশ্চয়তা নেই।

--

meditation-2214532_640.jpg

::::::::::::::::::::::::১৪ স্বর্গ:::::::::::::::::::::::::::

পুত্র আর পরিবার বশীভূত রয় যার,
অল্পেতে তুষ্ট হন যিনি।
লভে সেই মহাসুখ নাহি তার কোনো দুঃখ,
স্বর্গ তার এই ধরণী।।

বঙ্গানুবাদ: পুত্র যার বাধ্য, যার স্ত্রী অনুগামিনী এবং অল্পেতে যিনি সন্তুষ্ট, তিনি এই ধরণীতে থাকিয়া ও স্বর্গসুখ ভোগ করেন


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63342.09
ETH 2658.68
USDT 1.00
SBD 2.81