চাণক্য শ্লোক বাংলা: ১০৩: কাকের কাছে শিক্ষা

in #palnet4 years ago (edited)

::::::::::::::১০৩ কাকের কাছে শিক্ষা ::::::::::::::::

গোপনে মৈথুনকারী সঞ্চয়ী অতি।
সাবধানী সতর্ক চতুর কাকজাতী।।
বিশ্বাস কারেও নাহি , মত্ত সে নয়।
কাকের কাছে এই পাঁচ শিক্ষণীয় হয়।।

বঙ্গানুবাদ: কাক সর্বদা সাবধানী ও সতর্ক। কারণ সে মত্ত নয়, চতুর। কাকজাতী কাউকেই সচরাচর বিশ্বাস করতে পারে না। সে মৈথুনরত হয় অত্যন্ত গোপনে এবং চুপিসারে। অদূর ভবিষ্যতের জন্য সে সময়ে সময়ে সঞ্চয় করে রাখে। সুতরাং বায়স অর্থাৎ কাকের কাছ থেকে মনুষ্যজাতির এই পাঁচটি শিক্ষা গ্রহণীয়।


sunset-2247748_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64485.37
ETH 3156.53
USDT 1.00
SBD 4.05