DIY(এসো নিজে করি)||একটি গোধূলি সন্ধ্যার দৃশ্য পেইন্টিং। ১০% @ লাজুক-শিয়াল এর জন্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই মুহূর্তে আমি আপনাদের সাথে আরেকটি পেইন্টিং শেয়ার করার জন্য এসেছি।আজকের পেইন্টিং হলো একটি গোধুলি বিকেলের দৃশ্য।
ড্রয়িং খাতা
পোস্টার রঙ
রঙের ট্রে
তুলি
আমার আজকের পেইন্টিং এর ধাপসমূহ
প্রথম ধাপ |
|---|
আমি হলুদ রং দিয়ে খাতার মাঝ বরাবর থেকে উপরের দিকের অংশে হলুদ রং করতে থাকলাম।
![]() | ![]() |
|---|

তারপরে কমলা রং নিয়ে উপরের দিকের অংশে হলুদের উপরে রং করে নিলাম।
![]() | ![]() |
|---|
এরপরে আমি কিছুটা পরিমাণ লাল রং তুলিতে নিয়েছি।কমলা রঙের উপরে এবং খাতার উপরের অংশগুলোতে রং করে দিলাম। এভাবে আমি রঙ গুলোকে মিশিয়ে দিলাম।


দ্বিতীয় ধাপ |
|---|
এরপরে আমি মাঝ বরাবর অংশে লম্বা করে দাগ দিলাম। তারপর আবার নিচের দিকে হলুদ রং করে দিলাম।
![]() | ![]() |
|---|

একইভাবে একেবারে নিচের দিকে কমলা রং এবং তার উপরে লাল রং দিয়ে মিশিয়ে দিলাম। নিচের দিকের অংশ পানি বোঝাতে কিছু ঢেউ একে নিলাম।
![]() | ![]() |
|---|
তৃতীয় ধাপ |
|---|
এরপরে আমি সবুজ রং নিলাম। বাম পাশের নিচের দিকের অংশে সবুজ রং করে দিলাম।
বাম দিকের অংশ রঙ করার সাথে সাথে আমি ডান দিকের কিছুটা অংশ সবুজ রং করে নিলাম। এক্ষেত্রে আমি পাড়ের অংশ বুঝিয়ে দিলাম।
চতুর্থ ধাপ |
|---|
এরপরে আমি ব্রাউন কালার দিয়ে দুটি ঘরের চাল একে নিলাম।
![]() | ![]() |
|---|
হালকা বাদামি কালার দিয়ে ঘরের অংশ রঙ করে নিলাম।
![]() | ![]() |
|---|
পঞ্চম ধাপ |
|---|
এরপরে আমি ডানদিকের পাড়ে তিনটি গাছের কান্ড একে নিলাম। ঘরের পিছনে একটি বড় গাছের কান্ড এবং শাখা-প্রশাখা একে নিলাম।
![]() | ![]() |
|---|
ষষ্ঠ ধাপ |
|---|
এরপরে আমি তুলিতে সবুজ রঙ নিলাম। সবুজ রঙ দিয়ে ঘরের পিছনের গাছের পাতা একে নিলাম। পুরো গাছটি সবুজ আর হালকা সবুজ রঙ দিয়ে একে নিলাম।
![]() | ![]() |
|---|
সপ্তম ধাপ |
|---|
এরপরে আমি নারিকেল গাছগুলোতে পাতা একে নিলাম। একটি একটি করে ৩ টি গাছেই পাতা একে নিলাম।
![]() | ![]() |
|---|
অষ্টম ধাপ |
|---|
এরপরে আমি আকাশে কিছু পাখি একে নিলাম।কালো রঙ দিয়ে পাখিগুলোকে একে নিয়েছি, একঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে এরকম করে একে নিলাম।


এইতো একে নিলাম আমার আজকের এই গোধূলি সন্ধ্যার পেইন্টিং। আমার কাজ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আশায় থাকবো সবার মতামতের।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)




























দিদি আপনার হাতের কাজ সবসময়ই আমার ভালো লাগে। সুন্দর আর্ট করেছেন। সবচেয়ে বেশি ভালো লাগছে সাঁঝের বেলায় পাখি গুলো যখন নীড়ে ফিরছে। পড়ন্ত বিকেলের এই ছবিগুলো সব সময় মন কেড়ে নেয়। দারুন ছিল সবটা 👌👌
সকাল সকাল অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে এক একটি আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং সেই সাথে ধৈর্য্য যে করে সে বুজে। আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে আমাদের বুজিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার আর্ট টি। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ
বাহ আপু আপনার পেইন্টিং দেখে প্রেমে পড়ে গেলাম। আপনি অনেক সুন্দর করে পেইন্টিংটি অংকন করেছেন। নিখুঁত ভাবে অংকনের কাজটি সম্পূর্ণ করেছেন। তাছাড়া ধাপে ধাপে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো, ❤️❤️
অনেক ধন্যবাদ ভাইয়া
সকালে উঠেই এত সুন্দর একটি পেইন্টিং দেখতে পাবো বলে আশা করিনি। আপনার গোধূলিবেলার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আপু আপনার পেইন্টিংটি। আপনি এত সুন্দর ভাবে ধাপে ধাপে পেইন্টিং করেছেন যা যে কেউ প্রশংসা না করে থাকতে পারবে না। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গোধূলি বেলার একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার এধরনের পেইটিং গুলো আমার অনেক ভালো লাগে হয় হচ্ছে যেন এক জীবন্ত ছবি।আপনার পেইটিংটি অসাধারন হয়েছে।আপনি প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
আমাদের কমিউনিটি তে সবাই কম বেশি সবাই ভালো আট করে। আপনার ছবি আকার হাতও অনেক ভালো। গোধুলীর দৃশ্য আপনি বেশ ভালই ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
সকাল সকাল এরকম একটি প্রকৃতির পেইন্টিং দেখে মনে অনেক প্রশান্তি লাগছে। এত সুন্দর এত নিখুত সৃজনশীলতার পরিচয় দিলেন যা দেখে আমি খুবই মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপু জন্য শুভকামনা রইল।