DIY(এসো নিজে করি)||একটি গোধূলি সন্ধ্যার দৃশ্য পেইন্টিং। ১০% @ লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই মুহূর্তে আমি আপনাদের সাথে আরেকটি পেইন্টিং শেয়ার করার জন্য এসেছি।আজকের পেইন্টিং হলো একটি গোধুলি বিকেলের দৃশ্য।

CollageMaker_202211185637156.jpg

আজকের এই পেইন্টিংটিতে আমি সূর্যাস্ত হওয়ার পর নদীর পাড়ের একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। এখানে কিছু গাছপালা এবং ঘরবাড়ি রয়েছে৷ এমন মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম।

IMG_20220111_085809.jpg

প্রথমেই এই পেইন্টিং এর জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ দেখে নিনঃ-

ড্রয়িং খাতা

পোস্টার রঙ

রঙের ট্রে

তুলি

IMG_20220105_200231.jpg

আমার আজকের পেইন্টিং এর ধাপসমূহ

প্রথম ধাপ

আমি হলুদ রং দিয়ে খাতার মাঝ বরাবর থেকে উপরের দিকের অংশে হলুদ রং করতে থাকলাম।

IMG_20220110_191422.jpgIMG_20220110_191401.jpg


তারপরে কমলা রং নিয়ে উপরের দিকের অংশে হলুদের উপরে রং করে নিলাম।

IMG_20220110_191444.jpgIMG_20220110_191504.jpg

এরপরে আমি কিছুটা পরিমাণ লাল রং তুলিতে নিয়েছি।কমলা রঙের উপরে এবং খাতার উপরের অংশগুলোতে রং করে দিলাম। এভাবে আমি রঙ গুলোকে মিশিয়ে দিলাম।
IMG_20220110_191621.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি মাঝ বরাবর অংশে লম্বা করে দাগ দিলাম। তারপর আবার নিচের দিকে হলুদ রং করে দিলাম।

IMG_20220110_192020.jpgIMG_20220110_192340.jpg


একইভাবে একেবারে নিচের দিকে কমলা রং এবং তার উপরে লাল রং দিয়ে মিশিয়ে দিলাম। নিচের দিকের অংশ পানি বোঝাতে কিছু ঢেউ একে নিলাম।

IMG_20220110_192340.jpgIMG_20220110_192454.jpg

IMG_20220110_192549.jpg

তৃতীয় ধাপ

এরপরে আমি সবুজ রং নিলাম। বাম পাশের নিচের দিকের অংশে সবুজ রং করে দিলাম।

IMG_20220110_192719.jpg

বাম দিকের অংশ রঙ করার সাথে সাথে আমি ডান দিকের কিছুটা অংশ সবুজ রং করে নিলাম। এক্ষেত্রে আমি পাড়ের অংশ বুঝিয়ে দিলাম।

চতুর্থ ধাপ

এরপরে আমি ব্রাউন কালার দিয়ে দুটি ঘরের চাল একে নিলাম।

IMG_20220110_192806.jpgIMG_20220110_192846.jpg

হালকা বাদামি কালার দিয়ে ঘরের অংশ রঙ করে নিলাম।

IMG_20220110_192914.jpgIMG_20220110_192948.jpg

পঞ্চম ধাপ

এরপরে আমি ডানদিকের পাড়ে তিনটি গাছের কান্ড একে নিলাম। ঘরের পিছনে একটি বড় গাছের কান্ড এবং শাখা-প্রশাখা একে নিলাম।

IMG_20220110_194807.jpgIMG_20220110_200531.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে আমি তুলিতে সবুজ রঙ নিলাম। সবুজ রঙ দিয়ে ঘরের পিছনের গাছের পাতা একে নিলাম। পুরো গাছটি সবুজ আর হালকা সবুজ রঙ দিয়ে একে নিলাম।

IMG_20220110_200758.jpgIMG_20220110_200837.jpg

IMG_20220110_201348.jpg

সপ্তম ধাপ

এরপরে আমি নারিকেল গাছগুলোতে পাতা একে নিলাম। একটি একটি করে ৩ টি গাছেই পাতা একে নিলাম।

IMG_20220111_084454.jpgIMG_20220111_084425.jpg

IMG_20220111_084715.jpg

অষ্টম ধাপ

এরপরে আমি আকাশে কিছু পাখি একে নিলাম।কালো রঙ দিয়ে পাখিগুলোকে একে নিয়েছি, একঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে এরকম করে একে নিলাম।

IMG_20220111_084533.jpg

এইতো একে নিলাম আমার আজকের এই গোধূলি সন্ধ্যার পেইন্টিং। আমার কাজ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আশায় থাকবো সবার মতামতের।

IMG_20220110_173935.jpg

IMG_20220110_174008.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

দিদি আপনার হাতের কাজ সবসময়ই আমার ভালো লাগে। সুন্দর আর্ট করেছেন। সবচেয়ে বেশি ভালো লাগছে সাঁঝের বেলায় পাখি গুলো যখন নীড়ে ফিরছে। পড়ন্ত বিকেলের এই ছবিগুলো সব সময় মন কেড়ে নেয়। দারুন ছিল সবটা 👌👌

 4 years ago 

সকাল সকাল অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে এক একটি আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং সেই সাথে ধৈর্য্য যে করে সে বুজে। আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে আমাদের বুজিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

 4 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার আর্ট টি। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 4 years ago 

বাহ আপু আপনার পেইন্টিং দেখে প্রেমে পড়ে গেলাম। আপনি অনেক সুন্দর করে পেইন্টিংটি অংকন করেছেন। নিখুঁত ভাবে অংকনের কাজটি সম্পূর্ণ করেছেন। তাছাড়া ধাপে ধাপে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো, ❤️❤️

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

সকালে উঠেই এত সুন্দর একটি পেইন্টিং দেখতে পাবো বলে আশা করিনি। আপনার গোধূলিবেলার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আপু আপনার পেইন্টিংটি। আপনি এত সুন্দর ভাবে ধাপে ধাপে পেইন্টিং করেছেন যা যে কেউ প্রশংসা না করে থাকতে পারবে না। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গোধূলি বেলার একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার এধরনের পেইটিং গুলো আমার অনেক ভালো লাগে হয় হচ্ছে যেন এক জীবন্ত ছবি।আপনার পেইটিংটি অসাধারন হয়েছে।আপনি প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

আমাদের কমিউনিটি তে সবাই কম বেশি সবাই ভালো আট করে। আপনার ছবি আকার হাতও অনেক ভালো। গোধুলীর দৃশ্য আপনি বেশ ভালই ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

সকাল সকাল এরকম একটি প্রকৃতির পেইন্টিং দেখে মনে অনেক প্রশান্তি লাগছে। এত সুন্দর এত নিখুত সৃজনশীলতার পরিচয় দিলেন যা দেখে আমি খুবই মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপু জন্য শুভকামনা রইল।

 4 years ago 

  • প্রথমেই দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে ছিলাম এই পেইন্টিং এর দিকে। একদম প্রফেশনাল একটি পেইন্টিং করেছেন আপনি। প্রফেশনাল আর্টিস্ট ছাড়া এ ধরনের কাজ করতে পারে না। আমার অসম্ভব সুন্দর এবং ভালো লেগেছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করে দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 
অনেক সুন্দর হয়েছে আপু আপনার করা পেইন্টিং টি। আপনার পেইন্টিং টি আমার মন ছুয়ে গেলো। আপনি আসলেই অনেক সুন্দর পেইন্টিং করেন। এ ভাবেই এগিয়ে চলুন। শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.037
BTC 105364.68
ETH 3554.54
USDT 1.00
SBD 0.55