অরিগ্যামিঃ সাপ তৈরি।

in আমার বাংলা ব্লগ5 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২২শে ফাল্গুন, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ৭ই মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o1.jpg

o2.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি সাপ এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বেশ কিছু ভাঁজ দিয়ে সাপের অরিগ্যামিটি তৈরি করেছি।বেশ সহজ কিছু ভাঁজ তবে অনেকগুলো ভাঁজ দিতে হয়েছে অরিগ্যামিটি তৈরিতে। যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় কাগজেকে বিভিন্নভাবে ভাঁজ করে। তাই বেশ সাবধানে করতে হয়। তা না হলে সম্পূর্ণ অরিগ্যামিটি নস্ট হয়ে যেতে পারে। অরিগ্যামি ক্ষেত্রে ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন তাই আমি বেশ কিছু ফটোগ্রাফি যুক্ত করেছি যাতে, ছবি দেখে যে কেউ বানিয়ে নিতে পারেন।এই ধরনের অরিগ্যামি বাচ্চাদের পছন্দ হবে। সেই সাথে তাদের আগ্রহ তৈরি হবে এ ধরনের ক্রেফট তৈরির প্রতি। আমি চেস্টা করেছি সাপ তৈরির পদ্ধতি সহজ করে উপস্থাপন করতে।সব শেষ চোখ ও জিহবা রং করার পর দেখতে বাস্তবের সাপের মতই লাগছিল আমার কাছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে খয়েরী রং এর কাগজ ব্যবহার করেছি সাথে আরও কিছু উপকরণ। তাহলে চলুন, দেখে নেয়া যাক, সাপ এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

১।রঙ্গিন কাগজ।
২।সাদা জেল পেন
৩।লাল ও কালো রং এর সাইন পেন

সাপ তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o30.jpg

প্রথমে ২০ইঞ্চি X২০ইঞ্চি সাইজের এক টুকরো খয়েরী রঙ এর কাগজ নিয়েছি সাপ এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o27.jpg

কাগজটিকে এক পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o26.jpg

o25.jpg

কাগজটির দু'পাশ কোনা করে মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৪

o24.jpg

o23.jpg

কাগজের অপর প্রান্তও একইভাবে দু'পাশের কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o22.jpg

o21.jpg

o19.jpg

o18.jpg

o17.jpg

এবার কাগজের ভাঁজ করা কোনা দুটো মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।একইভাবে দু'বার ভাঁজ করে নিয়েছি। এতে কাগজটি চিকন এক টুকরো কাগজের মতো দেখতে লাগছে।

ধাপ-৬

o16.jpg

o15.jpg

এবার কাগজের ভাঁজ খুলে দু'পাশের কাগজ আবারও চিকন করে ভাঁজ করে নিয়ে সাপের লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

o14.jpg

o13.jpg

এবার লেজের অন্য পাশ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

ভাঁজ করা অংশটিকে আবারও ভাঁজ করে সাপের মাথা বানিয়ে নিয়েছি। ফটোগ্রাফি করা হয়নি।

ধাপ-৯

o12.jpg

o11.jpg

o10.jpg

o9.jpg

এবার কাগজের ভাঁজ খুলে ছবির মতো পরপর ভাঁজ করে সাপের মাথা ও জিহবা বানিয়ে নিয়েছি।

ধাপ-১০

o6.jpg

সবশেষ কালো ও সাদা রং এর পেন দিয়ে সাপের চোখ এঁকে নিয়েছি। এবং লাল রং এর সাইন পেন দিয়ে জিহবা রং করে নিয়েছি।ব্যস তৈরি সাপের অরিগ্যামিটি।

উপস্থাপন

o4.jpg

o5.jpg

o6.jpg

আশাকরি আমার আজকে বানানো সাপের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ৭ই মার্চ, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 5 months ago 

Daily Task

dt1.png

dt2.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

বাহ, আপু আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে দারুণ সব তৈরি করেছেন। সব তৈরির পদ্ধতিটা খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি সাপ আমাদের মাঝেই শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু।

Congratulations, your post was upvoted by @supportive.

 5 months ago 

আপনি বরাবর অরিগামি পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ইউনিক জিনিস তৈরি করে আমাদের সাথে শেয়ার করে থাকেন। আজকে রঙিন কাগজ দিয়ে সাপ তৈরি করেছেন। দেখতে হুবুহু সত্যিকারের সাপের মতোই লাগছে। তৈরি করা সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 5 months ago 

আপনার কাছে যে আমার বানানো অরিগ্যামি সাপটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 5 months ago 

অরিগামি দিয়ে আপনার বানানো সাপ তো বেশ ভয়ঙ্কর হয়েছে আপু। রাস্তাঘাটে ছেড়ে দিলে তো লোকে ভয় পেয়ে যাবে। সব থেকে ভয়ংকর হয়েছে ফনাটি। যা দেখে মনে হচ্ছে এখনই ছোবল মারবে বলে প্রস্তুত হয়ে আছে। আপনি কাগজ দিয়ে একটি বিষধর সাপ বানিয়ে ফেলেছেন একেবারে। তবে যাই হোক কাজটা কিন্তু দুর্দান্ত করেছেন। এত সুন্দর একটি ইনোভেটিভ ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 5 months ago 

সাপ মানেই ভয়ংকর। আমি সাপটিকে ভয়ংকর করার জন্য জিহবা লাল করে দিয়েছি।

 5 months ago 

ছোটবেলায় বা কয়েক বছর আগেও কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতাম। তৈরি করতে অনেক ভালো লাগতো।বিশেষ করে বিভিন্ন ধরনের পশু পাখি।যাইহোক আজকে আপনি রঙিন কাগজ আমার উপরে খুব সুন্দর একটি সাপ তৈরি করেছেন।যা দেখতে চমৎকার হয়েছে। সহজ উপায়ে এত সুন্দর একটি সাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনি আবার শুরু করুন। এখনতো আমার বাংলা ব্লগ আছে। প্রতিভা দেখানোর জায়গা আছে।

 5 months ago 

আসলে কাগজ দিয়ে যে এত সুন্দর মজাদার একটা সাপ তৈরি করা যায় এর আগে তা কখনো আমি জানিনি। আপনি খুব সুন্দর ভাবে এই সাপ তৈরি করার প্রত্যেকটি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তা আমার বাংলা ব্লগে যুক্ত না হলে জানতেই পারতাম না। তবে আমার বানানো সাপটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 119326.97
ETH 4674.79
SBD 0.89