// ক্লে দিয়ে তৈরি কার্টুনের অরিগ্যামি //

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20241101163224-01.jpeg

প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে।

বিশেষ করে রঙিন ক্লে ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আজকে আমি ক্লে দিয়ে সুন্দর একটি কার্টুনের অরিগ্যামি তৈরি করেছি।আমি খুব সহজ পদ্ধতিতে কার্টুনের অরিগ্যামিটি তৈরি করেছি। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। ক্লে দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ক্লে দিয়ে কার্টুনের অরিগ্যামি তৈরি করলাম।

ক্লে দিয়ে কার্টুনের অরিগ্যামি তৈরি

IMG20241101163134-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন ক্লে
২.ক্লে টুলস
৩.জেল পেন

IMG20241101162220.jpg

ধাপ-১:

প্রথমে আমি গোলাপি কালারের সামান্য পরিমাণে কিছু ক্লে নিয়েছি।এখানে আমি এক কালারের ক্লে দিয়েই কার্টুনটি তৈরি করবো।

IMG20241101162329.jpg

ধাপ-২:

এরপর এক টুকরো ক্লে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে রাউন্ড শেপ তৈরি করে নিব।এখন রাউন্ড শেপের ক্লে চিত্রের মতো করে চ্যাপ্টা করে নিব।

IMG20241101162404.jpgIMG20241101162532.jpg
ধাপ-৩:

অন্য আরেক টুকরা ক্লে নিয়ে লম্বা শেপ তৈরি করে নিব। এবং সমান ছয় ভাগে ভাগ করে নিব।

IMG20241101162612.jpgIMG20241101162649.jpg
ধাপ-৪:

এরপর ছোট এক টুকরো ক্লে নিয়ে চিত্রের মতো চ্যাপ্টা করে কার্টুনটির কান তৈরি করে নিব। একইভাবে আরো একটি কান তৈরি করে সুন্দরভাবে সেট করে নিব।

IMG20241101162722.jpgIMG20241101162738.jpg

IMG20241101162820.jpg

ধাপ-৫:

এখন বাকি চার টুকরো ক্লে নিয়ে রাউন্ড শেপ করে কার্টুনটির দুই হাত ও দুই পা তৈরি করে নিব।

IMG20241101162848.jpgIMG20241101162913.jpg

IMG20241101163013.jpg

ধাপ-৬:

এখন জেল কলমের সাহায্যে কার্টুনের দুই চোখ এবং মুখ অঙ্কন করে নিব।এভাবেই সুন্দর একটি কার্টুন তৈরি করে ফেললাম।

IMG20241101163108.jpgIMG20241101163130.jpg
ফাইনাল আউটপুট:

IMG20241101163142.jpg

কার্টুনের অরিগ্যামিটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last year 

বাহ বেশ সুন্দর তো। কার্টুন টা বেশ সুন্দর তৈরি করেছেন। ক্লে দিয়ে বেশ চমৎকার তৈরি করেছেন কার্টুন টা। পাশাপাশি পোস্ট টা চমৎকার উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

 last year 

ক্লে দিয়ে তৈরি কার্টুনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কার্টুনটি দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে আপু। আপনি অনেক দক্ষতার সাথে কার্টুন তৈরি করেছেন। এই ধরনের হাতের কাজ গুলো দেখতে অনেক ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি কার্টুনের অরিগ্যামি অসাধারণ হয়েছে আপু।

 last year 

আমার তৈরি করা কার্টুনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

আপনি অনেক সুন্দর একটি কার্টুন তৈরি করেছেন। কার্টুনটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যেখানে রঙিন ক্লে ব্যবহার করে সুন্দরভাবে ফুটে তুলেছেন কাটুনের চিত্র। আমার কাছে অনেক অনেক ভালো লাগলো।

 last year 

রঙিন ক্লে দিয়ে এভাবে কার্টুন তৈরি করলে দেখতে সত্যি অনেক ভালো লাগে।

 last year 

খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপু আপনি। ক্লে যেহেতু নরম তাই সবকিছু তৈরি করা যায়। যেহেতু অনেক নরম তাই যেকোন শেফ দেওয়া যায়। আপনি খুব সুন্দর কালার দিয়ে কার্টুন তৈরি করলেন। কার্টুনটি দেখতে খুবই সুন্দর হয়েছে।

 last year 

ঠিক বলেছেন আপু,ক্লে নরম হওয়ার কারণে সব ধরনের শেপ দিয়ে সুন্দর ডিজাইনের জিনিস তৈরি করা যায়।

 last year 

কার্টুনের অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। কার্টুনের অরিগ্যামি তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ক্লে দিয়ে তৈরি কার্টুনের অরিগ্যামি পুরো পোস্টটি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য

 last year 

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে দারুন একটি কার্টুন তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ক্লে দিয়ে তৈরি কার্টুনগুলো দেখতে যেমন সুন্দর লাগে তৈরি করতেও মজা লাগে।ক্লে দিয়ে কার্টুন তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঠিকই বলেছেন, ক্লে দিয়ে তৈরি কার্টুন গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগে।

 last year 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে কার্টুন বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে আপনার বানানো কার্টুন টি।ধাপে ধাপে ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে কার্টুন তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কার্টুন বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর কার্টুনের অরিগ্যামি বানিয়েছেন। তবে আপনার অরিগ্যামি তৈরিতে অসাধারণ হয়েছে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ক্লে দিয়ে কাটুনের অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

ঠিক বলেছেন আপু রঙিন ক্লে ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে অনেক বেশি চমৎকার লাগে। কার্টুনের অরিগ্যামি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

আমার তৈরি করা কার্টুনের এই অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 110035.33
ETH 3882.13
USDT 1.00
SBD 0.61