অনেক দিন পরে স্টিমিট এ আসলাম, পরামর্শ চাই।

in #olduser4 years ago

ডিয়ার ভাই ব্রাদা্রস,

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। একটা সময় ছিল যখন এই গুরুত্বপূর্ন প্লাটফর্মটিতে খুব এ্যাকটিভলি কাজ করার চেষ্টা করতাম।

তখন স্টিম এর প্রাইস মে বি ৯০ সেন্ট এর মত ছিল। এর আগে এটা ৮ ইউএসডি তে গেছিল কোন এক সময়। তো আমাদের ধারনা এইবার স্টিম প্রাইস আপ হওয়া শুরু করলে আশাকরি খুব ভাল একটা পজিশন গেইন করবে।কিন্তু আস্তে আস্তে সব কিছু নিস্তেজ হয়ে আসল।

জীবনের প্রয়োজনে অন্য সেক্টরে সময় বেশি দিতে গিয়ে এই প্লাটফর্মে আমি ইনঅ্যাকটিভ হয়ে গেলাম।

চলে গেল লম্বা একটা সময়। এখন আবার কাজ করতে চাচ্ছি। কোন একটিভ কমিউনিটির কোন ভাই থাকলে কমেন্টে সাড়া দিবেন প্লিজ।

কিভাবে কাজ করলে সামনে ভাল করা যাবে বা কি কি ট্রিকস আসে স্টিমিট এ ভাল করার এগুলোর মাধ্যমে হেল্প করবেন আশাকরি।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 122637.06
ETH 4474.95
BNB 1306.21
SBD 0.77