আর কত

in #nirbacon6 years ago

আমরা সাধারণ মানুষরা আর কত নির্যাতিত হবো। আপনি চিন্তা করে দেখেন একবার নির্বাচন সামনে আসলে কি রকম করে প্রতিটি ঘরে ঘরে যে খোঁজ খবর নেয় একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে বড়লোক পর্যন্ত কাছে যায় যে হাত জোড় করে ভোটের ভিক্ষা করে। বলে যদি ভোট পায় তো এলাকার উন্নয়ন করবে সবার খেয়াল রাখবে।

কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আমরা কি দেখতে পাই জিতার পর গাড়িতে করে পিছনে হাজার হাজার মানুষের মিছিল করতে থাকে দলের সমর্থনে। মাটিতে যেন তার পায়ে পড়ে না। তখন সে সাধারন মানুষের কথা ভুলে যায় সাধারণ মানুষ কোন অভিযোগ নিয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ধরে বাইরে তার দেখা পাওয়ার জন্য সে তখন যেন আকাশের চাঁদ।

তারপর হাজার হাজার টাকা লুট এলাকায় পাহারা দেয় খুনি সন্ত্রাসীদের এলাকায়। তার দল একটা সন্ত্রাসী দলে পরিণত হয় চাঁদাবাজি মাদক পাচার সবকিছু সাথে তারা জড়িত থাকে।

আর আমরা সাধারণ মানুষরা সবকিছু জানি সব কিছু বুঝি তারপরও লোকদেরকেই আমরা নির্বাচনে জয়ী করি আসলে দোষ তো আমাদেরই। জানি যে এই যে আজকে আমাদের ঘরে এসেছে সে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আমাদের কথা মনে রাখবে না। আমাদের তো একটা না ভোট দেওয়ার অপশন আছে সেটা আমরা ইউজ করতে পারি যদি আমরা কোন ভালো প্রার্থী খুঁজে না পাই। আমি এবার আমার এলাকায় ভালো প্রার্থী খুঁজে না পাই ভোট দেব দিয়ে আসব না ভোট।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63755.07
ETH 3328.24
USDT 1.00
SBD 3.91