সামনে নির্বাচন

in #nirbacon7 years ago

এই বছরেই বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে। যতদূর আমার ধারণা সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারই রাখবেন। এবং বিএনপি খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচন করবে যদিও তারা না করে বা নির্বাচন বর্জন করে তারপরও আমি মনে করি তারা যুক্তফ্রন্ট কে সমর্থন দিবে এবং যুক্তফ্রন্টের মাধ্যমে আসলে বিএনপি নির্বাচন করবে।

যুক্তফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন কামাল হোসেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী ও এখানে আছে যদিও কিছুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে ফাটা কেষ্ট আমি জানি আপনারা জানেন ফাটাকেষটো কে তার সাথে আলোচনা হয়েছে গোপন বৈঠকে। এটা আসলে কি মিন করছে আমি জানি না।

যাই হোক আমার একটা ভয় সেটা হল কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা একটি জনসভায় বলেছেন যদি এইবার বিএনপি ক্ষমতায় আসে তাহলে এক লাখ লোক মারা যাবে। এটার মানে কি আমরা জানতে চাই। নির্বাচন আসলে দেশের পরিস্থিতি খুব খারাপ হয় যানবাহন ভাঙচুর অগ্নিসংযোগ ব্যবসা বাণিজ্য বন্ধ হরতাল সারা দেশে। এক অরাজকতার দেশে পরিণত হয়। যাই হোক আমি আশা এবারের নির্বাচনে এরকম ক্ষয়ক্ষতি হবে না যেটা প্রতিবারই হয়ে থাকে আমি চাই সুষ্ঠু শান্তিপূর্ণ একটি নির্বাচন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 121731.33
ETH 4380.33
USDT 1.00
SBD 0.79