বেদনাময় সমতুল্যতা

এখন নিজের বাসার রুম থেকে থারটি ফারস্ট নাইটের 'সেলেব্রেসান' দেখে আইন্সটাইনের সাধারণ আপেক্ষিকতার সুত্র নিয়ে পড়াশোনা শুরু করার জজবা নতুন করে জেগে উঠেছে কেন যেন। মুলতঃ এই জজবার কেন্দ্রে রয়েছে সাধারণ আপেক্ষিকতার মুল্ভিত্তিসমুহের একটির প্রতি ফ্যাসিনেসান। সেই মূলভিত্তির নাম 'সমতুল্যতা নীতি' বা Principle of Equivalence। একটা উদাহারণ দিলে বুঝবেন।
.
ধরুন, আপনি পৃথিবী-পৃষ্ঠে অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন। একটি কলম হাত থেকে ছাড়লেন, দেখলেন তা নিচে পড়ে গেল। আপনি বললেন, পৃথিবী ও কলমটির মাঝের বল তথা মাধ্যাকর্ষণ বলের টানে কলমটি নিচে পড়ল। এখন আপনি একটি মহাকাশযানে আরোহণ করলেন যা দ্রুতগতিতে উড়ে গভীর মহাকাশে এমন এক জায়গায় চলে গেল, যেখানে আশেপাশে মহাকর্ষের উল্লেখযোগ্য কোন উৎস নেই। সেখানে পৌঁছে যানটি থেমে যায়নি, বরং ত্বরান্বিত হচ্ছে; ত্বরাণ্বিত হচ্ছে আপনার উচ্চতা বরাবর দিকে (যার কারণে আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন)। এখন আপনি যদি কলমটা আবার ছেড়ে দেন, দেখবেন সেটা নিচে পড়ে গেল। ঠিক যেমন পৃথিবী-পৃষ্ঠে দেখেছিলেন। কিন্তু এখানে তো কোন মহাকর্ষ বল নেই! অথচ অবস্থাটা ঠিক একটা মহাকর্ষীয় সিস্টেমের সাথে অভিন্ন!
.
একইভাবে, কোন মহাকর্ষীয় ক্ষেত্রে মুক্তভাবে পতনশীল বস্তু ঠিক সেরকমই ওজনহীন অনুভব করে যেমন, গভীর মহাকাশে, কোন মহাকর্ষীয় উৎস থেকে দূরে অবস্থানরত মুক্তভাবে ভাসমান কোন বস্তু অনুভব করবে। এই যে অভিন্নতা, একেই বলে সমতুল্যতা। আর একে ভিত্তি ধরে এগিয়েই আইনস্টাইন এক নতুন প্যারাডাইমের সুচনা করেছিলেন - যেই প্যারাডাইমে, গ্র্যাভিটি বলতে কোন বল নেই। বরং স্থান-কাল নিজেই বক্র!
.
নতুন বছরের প্রথম প্রহরে, এখন আমিও 'এক প্রকার' সমতুল্যতার নীতি অনুভব করছি। কোন অবস্থায় আছি আমি? দুটি বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞায়িত করি
১) চারিদিকে জোরে জোরে আতশবাজির 'বিস্ফোরণ' এর শব্দ
২) সেই সাথে, অনেক উল্লাসরত মানুষের 'চিৎকার' এর শব্দ।
.
এই অবস্থা যেই অবস্থার সাথে অভিন্ন, তার বৈশিষ্ট্য নিম্নরূপ:
১) চারিদিকে জোরে জোরে বোমারু বিমান থেকে ছোড়া বোমা
conflating_between_between_firew (1).png
র 'বিস্ফোরণ' এর শব্দ
২) সেই সাথে, অনেক আতংকিত মানুষের 'আর্তনাদ' এর শব্দ।
.
আপেক্ষিকতার কথা যখন আসে, এই কথাটাও উল্লেখ করতে হয় যে মহাকাশযানটিতে কোন জানালা নেই, যার মাধ্যমে আপনি বাইরে তাকাবেন। বাইরে তাকালে আর অভিন্নতা দন্ডায়মান থাকে না। একইভাবে, আমিও এই অভিন্নতা ততক্ষণ উপলব্ধি করি, যতক্ষণ পর্দা তুলে বাইরে তাকাচ্ছি না। যতক্ষণ বাইরে তাকাই না, ততক্ষণ আমি, আর একজন গাজাবাসীর উপলব্ধি একইরকম।
.
কি আশ্চর্য! তাই না?

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 60643.63
ETH 2401.98
USDT 1.00
SBD 2.61