ফলকনামা প্যালেসে কী খাবেন ইভাঙ্কা?

in #news7 years ago

ভারতের হায়দরাবাদ সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সেখানে তাঁকে অভ্যর্থনা জানিয়েছে রোবট মিত্রা। এরপর হায়দরাবাদের বিখ্যাত মার্বেল রাজপ্রাসাদ ফলকনামা প্যালেসে ভোজ সারবেন তাঁরা।

ইভাঙ্কা তাঁর বাবার অনানুষ্ঠানিক উপদেষ্টা। হায়দরাবাদে গিয়ে সেখানকার বিখ্যাত বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ইভাঙ্কা।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, বিশ্বের সবচেয়ে বড় খাবারের টেবিল রয়েছে ফলকনামা প্যালেসে। এখানে ১০১ জন একসঙ্গে বসে খেতে পারেন। এই টেবিলে বসেই একসঙ্গে খাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইভাঙ্কা ট্রাম্প।
9c9436735e2168575ccf64c31c57bb50-5a1e8103100d7.gif

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.28
JST 0.043
BTC 100881.72
ETH 3831.75
USDT 1.00
SBD 3.56