‘ব্লু হোয়েল’ গেম বন্ধ চেয়ে রিট

in #news7 years ago (edited)

আত্মহত্যায় প্ররোচনাকারী কথিত ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিনজন আইনজীবী।
আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লবসহ তিন আইনজীবী রিটটি দায়ের করেন।
রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
Advertisement
চলতি সপ্তাহে এ বিষয়ে হাইকোর্টে শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।
সম্প্রতি ঢাকায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার নেপথ্যে ব্লু হোয়েলকে দায়ী করে খবর প্রকাশিত হওয়ায় এ নিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন হয়। যদিও ওই ছাত্রীর মৃত্যুর জন্য ব্লু হোয়েল গেমের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।
ব্লু হোয়েল ইন্টারনেটভিত্তিক একটি গেম। বিশ্বের বিভিন্ন দেশে এই গেম খেলে ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কোনো ঘটনাতেই শতভাগ প্রমাণ পাওয়া যায়নি।
রুশ তরুণ ফিলিপ বুদেকিন ২০১৩ সালে এই গেম আবিষ্কারের দাবি করেন। গত বছর আত্মহত্যায় প্ররোচণার দায়ে তাঁকে গ্রেপ্তারের পর কারাবন্দি করা হয়। তাঁর ভাষ্য, হতাশাগ্রস্ত তরুণদের বাঁচার অধিকার নেই। তাই সমাজ পরিষ্কারের অংশ হিসেবে তিনি এই গেম আবিষ্কার করেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64916.21
ETH 3483.89
USDT 1.00
SBD 2.45