আশরাফুলকে দলে দেখতে চাই

in #news6 years ago

21 শে অক্টোবর থেকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মতো ওয়ানডে সিরিজ শুরু হবে। তারপর টেস্ট এবং সর্বশেষে অনুষ্ঠিত হবে। যেহেতু বাংলাদেশের 5 অভিজ্ঞ খেলোয়াড় তামিম এবারে যে পুরোপুরি খেলবে না এটা পুরো নিশ্চিত কারণ তারা দুইজনে ভালোমতো ইনজুরিতে পড়েছে। পাশাপাশি মুশফিকের পাঁজরের কিছু ইঞ্জুরি আছে সেটা পুরোপুরি নি আমি যতদূর জানি তো তাকে ও বিশ্রামে রাখা দরকার।

অন্যদিকে মাশরাফি গো বিশ্রাম দেওয়া যেতে পারে মুস্তাফিজকে প্রতি ম্যাচে না কে লিয়ে কিছু ইমপর্টেন্ট ম্যাচে খেলানো যেতে পারে। সেজন্য দলে অভিজ্ঞ প্লেয়ার এর অভাব আমি বোধ করছি এজন্য আশরাফুলকে দলে নেওয়া উচিত ছিল কিন্তু নির্বাচক প্যানেল 15 জনের নাম দিয়ে দিয়েছে অর্থাৎ এই 15 জনই ওয়ানডে সিরিজের জন্য নিশ্চিত।

এখানে নতুন আছে সাইফুদ্দিন এবং বাদ পড়েছে মোসাদ্দেক হোসেন সৈকত খুব ভালো হয়েছে আমিও ওকে একদম পছন্দ করি না। মমিনুল হক যার জন্য আমি খুবই মর্মাহত।

আশরাফুল দলে আসুক সে দলের প্রতি তার অনেক দায়িত্ব রয়েছে। আসাফুল কেজি কেন নিচ্ছেন আশরাফুল কিন্তু বেশি দিন আর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে না যদি তাকে খেলানো যায় তাহলে এই এক বছর কি দুই বছর খেলানো যেতে পারে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68154.08
ETH 3274.07
USDT 1.00
SBD 2.66