অসাধারণ সিলেট স্টেডিয়াম

in #news5 years ago

সিলেট স্টেডিয়াম টি অত্যন্ত সুন্দর চা বাগান ঘেরা এবং ছোট ছোট পাহাড়ের মত কিছু টিলা আছে নতুন এবং এখনো এখানে কোন ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি এটি আন্তর্জাতিক ম্যাচ শুরুর একটি করবে।

বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের এখানে শুরু হবে সাকিব-তামিম না থাকার পরেও দলের কনফিডেন্স লেভেল এখনো কোনো কমেনি বরং বেড়েছে কারণ নতুন যারা আছে তারা ভালো ফল করেছে বিশেষ করে সাইফুদ্দিন এবং ইমরুল কায়েস তো তামিম ইকবালের রোলটা প্লে করেছে ওয়ানডেতে তারই ধারাবাহিকতায় সে রক্ষা করতে চাই টেস্টে সূর্য ব্যাটসম্যান মমিনুল ও আছে যে কিনা টেস্ট স্পেশালিস্ট। মমিনুল যদি ওয়ানডে তে চান্স পায় না তারপর আমি মনে করি তাকে হয়তো অনেকে বলেছে সে দুর্ভাগা দুর্ভাগা কিন্তু আসলে এটা আছে দলের হয়ে এমন না যে তাকে দল থেকে বের করে দেয়া হয়েছে আসলে দলে এখন প্রচুর ভালো খেলোয়াড় আছে এবং কম্পিটিশন তাই এমন হতে পারে যে কোনো ভালো প্লেয়ার দলে সুযোগ পাচ্ছে না কারণ দলে প্রচুর ভালো প্লেয়ার এখন।

এরকম সব টিমে হয় আপনি সব টিভি দেখবেন যে অনেক সময় ভালো প্লেয়ার টিমে চান্স পায়না বাদ টিমে চান্স পেতে একটু দেরি হয় কিন্তু তার মানে এই না যে সে সব ফরমেটে চান্স পায় না। অনেক দেশেই টেস্টের জন্য একটি টিম ওয়ানডের জন্য একটি টিম এবং টি-টোয়েন্টির জন্য কি স্পেশাল টিম করা হয় কারণ মাঠে তো খেলবে 11 জন ই আপনি তো আর বেশি বাড়াতে পারবে না সে ক্ষেত্রে আমি মনে করি যে টেস্ট স্পেশালিস্ট হিসেবে কয়েকজনকে রাখা বোর্ডের ভালো একটি সিদ্ধান্ত।

Sort:  

This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:

  • Spam
  • Plagiarism
  • Scam or Fraud
  • Low quality content

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 57908.48
ETH 2913.17
USDT 1.00
SBD 3.61