ড. গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালীর রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি বিশেষ প্রতিবেদন

in #news6 years ago (edited)

আন্তর্জাতিক সমাজ কর্মী হিসেবে US state department থেকে License পান এবং একজন Foreign Attorney এর মর্যাদায় বিশ্বের সবচেয়ে বড় আইনজীবীদের এসোসিয়েশন- আমেরিকান বার এসোসিয়েশন ABA সদস্য পদ লাভ করেন । তিনি সমাজ কর্মী হিসেবে জেনেভার International Federation of Social Workers IFSW তে দীর্ঘ দিন কাজ করার সুযোগ পান । বাংলাদেশে সমাজ কর্ম কে প্রাতিষ্ঠানিক রূপ দানের পাশাপাশি রাজনীতিতে কিভাবে সমাজ কর্মী দের গুরুত্ব বাড়ানো যায় তা নিয়ে বিস্তর গবেষনা ও কাজ করছেন । এক পূত্র ও এক কন্য সন্তানের জনক এই গোলাম রাব্বানী এম পি হতে পারলে একটি ভিন্ন ধারার রাজনীতি সূচনা করতে চান ঢাকা শহর থেকে । পল্লবী রূপনগর হবে সত্যিকারের রূপের নগর । এই এলাকায় অতীতে কেউ এম পি বা দলের বড় নেতা হলেই নজর দেয় জমি দখল , বাস স্ট্যান্ড এর দখল ও গার্মেন্টস এর জুট নামানোর দখল এই ৩ জায়গায় নজর দেয় কিন্তু গোলাম রাব্বানী- পললবীতে গড়তে চায় বেনারশী শাড়ীর আন্তর্জাতিক বানিজ্য অঞ্চল। বিহারীদের উৎপাদনমুখী করে গড়ে তোলা -গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান ও যুব সমাজ দের জন্য নেতারা মাদক ও সন্ত্রাসী কর্মে জড়ানোর যে খেলায় মেতেছে তার চক্র কে সমূলে উ্ৎপাটন করা।তাছাড়া বাউনিয়াবাধ প্রকল্প হবে ঢাকার সবচেয়ে বড় urban development project যেখানে বাস করে ২ লক্ষ মানুষ । অনেক দূ:খের সাথে তিনি জানান যে এই অবৈধ সরকারের অবৈধ এম পি যে ছিলো গত ১০ বছর - তার জমি দখল ছাড়া আর কোনো কাজ সে করে নাই বা বুঝেও না । এই আসনটি মাত্র ৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত - পূর্ব পাশে ৩ টি আর পশ্চিম পাশে ১ টি যদি ঢাকা শহরের হিসেব নিকেশ গ্রাম এলাকার মতো মিলবে না তবুও এবার আর স্হানীয় ইকোয়েশন দিয়ে মোল্লা পরিবার জিতবে না । জুলুম নির্যাতন এর যে ঘটনা এলাকাবসী বর্ননা করেছেন তা থেকে বাঁচার জন্য একজন সৎ আদর্শ বান ও ক্লীন ইমেজের প্রার্থী দরকার - নয়ন বাংগালির বিরূদ্ধে যদিও সরকারের মামলা পল্লবীতে অনেক তবুও মানুষ জানে সে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ।৪ টি ওয়ার্ড এর মধ্যে ৩ টি ওয়ার্ড তাদের পরিবারের মাধ্যমে সেবা পেয়ে আসছে।

আন্তর্জতিক মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জাতীয় যুব নেতা গোলাম রাব্বানী নয়ণ বাঙ্গালী আপাদমস্তক একজন রাজনীতিবিদ। গত সংসদ নির্বাচনে তাকে মনোনয়ণ দেয়ার কথা ছিল, কিন্তু ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে মোনোনয়ন দিয়ে তাকে পরবর্তীতে প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখনই বেগম খালেদা জিয়া। নয়ন বাঙ্গালী পরিবারের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ড.কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যে বি এন পি দেশে মেধা ভিত্তিক নেতৃত্ব গঠনে ও খালেদা জিয়ার ভিশন ২০৩০ বাস্তবায়নে একটি উচ্চমান সম্পন্ন প্রার্থী মনোনয়ন বোর্ড গঠন করতে যাচ্ছে। নয়ন বাঙ্গালী যুব সমাজের অহংকার ও গ্রাম পর্যায়ে গিয়ে তৃণমূলে রাজনীতির দক্ষতা অর্জনের জন্য শহর ছেড়ে গ্রামের জটিল রাজনীতি ও তা পরিবর্তনের উপায় নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির মননয়ন নিয়ে ঢাকা ১৬ তে একটি শক্ত অবস্থান নিয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন সুস্থ গণতন্ত্রের প্রবাদ পুরুষ গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ থাকায় তিনি নির্বাচনে অংশ গ্রহন করতে পারছেন না। তাই তার দোআ ও অনুমতি নিয়ে ড. নয়ন বাঙ্গালী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিহারীদের ৭৮ হাজার ভোট ব্যাংক এই বাঙ্গালী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া প্রায় ৬০ হাজার গার্মেন্টস শ্রমিক ভোটার মিরপুর ৭ নং শিল্পাঞ্চল যেখানে তরুণ বয়সে ১৪/১৫ বছর সময় দেন ট্রেড ইউনিয়নের সাথে থেকে। তাই তার -সাংগঠনিক ভিত অনেক মজবুত ও দৃঢ়। এই গার্মেন্টস শ্রমিকদের সেবা করে আসছেন নয়ন বাঙ্গালী পরিবার গত ৩ দশক ধরে। এই এলাকায় বহিরাগতদের দিয়ে নির্বাচন করলে কোনো ফল আসবে না। কিন্তূ গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী পরিবার ১৯৭২ সাল থেকে এই এলাকায় ও একই বাড়িতে অবস্থান করছে। যেখানে মোল্লা পরিবারও তাদের পরে এই এলাকায় আসে যদিও মোল্লাদের স্থানীয় বলে মনে করে সবাই। তাই গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী এই আসনে নির্বাচন করলে আপামর জনতা তাকে বিজয় মাল্য পরাবে বলে মনে করি। তাই এবার রাজধানীর পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসনে বি এন পি এর মনোনয়ন চাইবে গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী কুমিল্লা জেলা বিএনপি এর যুগ্ম সাধারন সম্পাদক। বেগম খালেদা জিয়ার হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেয়ে -যুবদল এর একমাত্র নেতা যিনি কমনওয়েলথ ইউথ এম্বাসেডার এর দায়িত্বে ছিলেন ৪ বছর বি এন পি ক্ষমতায় থাকাকালীন প্রধান মন্ত্রীর যুব কল্যান তহবিল বোর্ড এর পরিচালক মনোনীত হন রাস্ট্রপতির কাছ থেকে। বি এন পি এর গবেষনা সংগঠন G9 প্রতিষ্ঠা করেন শফিক রেহমানের সাথে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। যিনি যুবদল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক। এখন তিনি বিদেশে চিকিৎসারত। হাই কমান্ডের নির্দেশে সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন খুব শিগগির এবং নতুন উদ্যমে নির্বাচনের মাঠে নামবে বলে আসা করছি।

পল্লবী রূপনগর ঢাকা ১৬ নির্বাচনী এলাকা যেখানে জন্ম গ্রহণ করে ১৯৭২ সালে গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী। পিতা সরকারী কর্মকর্তা, মাতা শিক্ষিকা ও জনপ্রতিনিধি থাকায় গোটা আসনে নয়ন বাঙ্গালী পরিবারের রয়েছে ব্যাপক প্রভাব প্রতিপত্তি। একজন আন্তর্জাতিক মানের সমাজকর্মী হিসেবে দেশে–বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী। রাজনীতিতে সমাজ কর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য আজ দুই যুগ ধরে গবেষণা করে যাচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এ মাস্টার্স ডিগ্রি তে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন এবং নির্বাচন আইন এ বিশেষজ্ঞ হিসেবে আমেরিকার নর্দান মিশিগান বিশ্ববিদ্যালয় কলেজে রিসার্স ফেলো হিসেবে কাজ করছেন। মাঠ পর্যায়ে সরেজমিনে নির্বাচন সরাসরি কাজ করছেন গত দশ বছর যাবৎ। ইলেক্টোরাল ল এক্সপার্ট এই নয়ন বাঙ্গালী সুপ্রীম কোর্টের একজন বিচক্ষণ আইনজীবী বটে। আন্তর্জাতিক যুব সংস্থা Young Peace builders এর এশিয়া রিজিয়নের পরিচালক হিসেবে কর্মরত এই নয়ন বাঙ্গালীর নেতৃত্বে বাংলাদেশে প্রতিবছর অনুষ্ঠিত হয় "বাংলাদেশ ইউথ পার্লামেন্ট" যার প্রধান উপদেষ্টা ড.কামাল হোসেন। নয়ন বাঙ্গালী নিজেকে সমাজ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ভিন্ন ধারার সমাজ উন্নয়নের রাজনীতি তৈরি করতে চান। কিন্তূ বর্তমান সরকার তাকে গুম ও হত্যা করার ভয় দেখিয়ে গোটা পরিবারকে অমানবিক নির্যাতন অব্যাহত রাখেন। গত নির্বাচন কে প্রহসনের নির্বাচন বলাতে ও রাজপথে একটানা প্রতিবাদ করার জন্য সরকারের চাটোয়া বাহিনী প্রকাশ্য দিবালোকে তার বাম হাত ও ডান পা ভেঙ্গে দিয়ে সাময়িক পঙ্গু করে দেয়। নয়ন বাঙ্গালী যুব সমাজের অহংকার ও গ্রাম পর্যায়ে গিয়ে তৃণমূলে রাজনীতির দক্ষতা অর্জনের জন্য শহর ছেড়ে গ্রামের জটিল রাজনীতি ও তা পরিবর্তনের উপায় নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন এই যুব নেতা। আশা করছি এবারের নির্বাচনে তিনি জয়ের প্রসূনে ভূষিত হবেন।

#Collected

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64344.88
ETH 2629.39
USDT 1.00
SBD 2.83