World News Bengali 'মেলানিয়া বন্দী, এমনকি হোয়াইট হাউসের জানালা খোলার অনুমতি নেই তাঁর

in #news7 years ago

worldnewsbengali044.png

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে বন্দী জীবন যাপন করছেন। তাঁর জীবনযাপনের ধরন এমন যে হোয়াইট হাউসের জানালা খোলারও অনুমতি তাঁর নেই।

শুক্রবার রাতে ‘লেট শো’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে মেলানিয়া সম্পর্কে এসব কথা বলেন ফ্রান্সের ফার্স্ট লেডি লরা ব্রিগেট মাখোঁ।

গত মাসে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ফার্স্ট লেডি ব্রিগেট। সফরে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় ব্রিগেট মাখোঁর। সেখানে মেলানিয়ার দেওয়া ডিনারে অংশ নিয়েছিলেন তাঁরা।

ফরাসি ফার্স্ট লেডি কেন এমন দাবি করছেন, তা জানতে চাইলে লরা ব্রিগেট সংবাদমাধ্যমকে জানান, ‘তিনি হোয়াইট হাউসে এতটাই সীমাবদ্ধ অবস্থায় আছেন যে একটি জানালাও খুলতে পারেন না। তিনি বাইরে যেতে পারছেন না।’

worldnewsbengali055.png

তবে মেলানিয়ার হাস্যরস নিয়েও কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী। তিনি বলেন, ‘তিনি (মেলানিয়া) আমার চেয়ে অনেকটা অবরুদ্ধ জীবন যাপন করছেন। মেলানিয়া অনেক কিছুই করতে পারেন না।’ বাঁধাধরা জীবনের জন্য তাঁর প্রতি সহানুভূতি জানান ব্রিগেট মাখোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী বলেন, সেখানকার (হোয়াইট হাউস) নিরাপত্তাব্যবস্থা ভয়াবহ। মেলানিয়া হোয়াইট হাউসের জানালাও খুলতে পারেন না। যদি ঘরের একটি জানালা খোলেনও, তবে নিরাপত্তাকর্মীরা বলেন, ‘এটি বন্ধ করেন।’

ইমানুয়েল মাখোঁর চেয়ে ২৫ বছরের বড় ব্রিগেট মাখোঁ বলেন, ‘মেলানিয়া বাইরেও যেতে পারেন না। তবে আমি প্রতিদিন প্যারিসে ঘুরতে পারি।’

ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার অস্বাভাবিক সম্পর্ক, বিভিন্ন সময়ে ট্রাম্পকে হাত ধরতে না দেওয়াসহ নানা বিষয় নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। তথ্যসূত্র: ডেইলি মেইল ও ভ্যানিটি ভেয়ার।

Sort:  

Important news

This comment has received a 0.19 % upvote from @speedvoter thanks to: @mdgaffarstar.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60