নারীরা যে দশটি মিথ্যা কথা বলেন

in #news6 years ago (edited)

নারী-পুরুষ উভয়ই মিথ্যা বলেন, তা অস্বীকার করার উপায় নেই।

1526357159-picsay.jpg

তবে ঠুনকো বিষয়েও নারীদের মিথ্যা বলার প্রবণতা রয়েছে। পুরুষরা অবশ্য এক্ষেত্রে অনেকটাই স্বতন্ত্র। আসুন জেনে নিই কোন কোন মিথ্যা কথা নারীরা বেশি বলে থাকেন।

১. ‘এক মিনিটেই রেডি হচ্ছি’- নারীদের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা বোধহয় এটিই।

২. ওজন জানতে চাইলে তারা কখনোই সঠিক তথ্য দেন না।

৩. অকারণে মিথ্যা বলে পুরুষদের বিভ্রান্ত করাও তাদের স্বভাব।

৪. পার্টিতে কার সঙ্গে কী হয়েছিল- এ প্রশ্নের উত্তরে কেউ সত্য বলবেন না।

৫. বয়স জানতে চাওয়াই যেন অপরাধ। জানা গেলেও তার সত্যতা পাওয়া কঠিন।

৬. ‘শরীর নয়, মনই সব’- এ কথা অনেক নারীই বলে থাকেন।

৭. অফিসে বসে বা ফোনের ওপারে বান্ধবীর সঙ্গে আড্ডা চলছে, কিন্তু বলবে, ‘খুব বিজি’।

৮. বান্ধবীর সঙ্গে স্বামী বা প্রেমিককে নিয়ে ঠিক কী কথা হয়? কোনদিনও সঠিক উত্তর পাবেন না।

৯. বান্ধবীর সঙ্গে কী বিষয়ে ফিসফাস হয়, জানতে চাইলে মিথ্যাই বলবেন।

১০. প্রাক্তন প্রেমিক বা স্বামী সম্পর্কে মিথ্যা অভিযোগও করতে শোনা যায় নারীদের

Sort:  

You got a 3.25% upvote from @emperorofnaps courtesy of @fasamad!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63175.14
ETH 3047.55
USDT 1.00
SBD 3.63