বাজারে আসতে চলেছে Nokia’র ৫০০০মিলিঅ্যাম্পিয়ারের ফোন

in #news7 years ago

Screenshot_2017-11-20-18-15-00-1.pngএইচএমডি গ্লোবালের হাত ধরে ফের বাজারে এসেছে Nokia। Nokia’র চিরচেনা জাভা কিংবা সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম ছেড়ে ফেলে Nokia এখন চলছে Android’এ। কিন্তু Nokia’র আগের সেই জৌলুস নেই। নেই সেই পুরনো বাজারও। কিন্তু তারপরও থেমে নেই সংস্থাটি। হারানো বাজার ফিরিয়ে নিয়ে আসতে নানা উদ্যোগ নিচ্চে সংস্থাটি। আর এজন্যই Nokia এখন অত্যাধুনিক ফিচার সম্পন্ন ফোনের কনসেপ্ট তৈরি করছে। এমনই একটি কনসেপ্ট হলো nokia safari edge।

সম্প্রতি এই ফোনটির ছবি ও তথ্য বিভিন্ন টেক ওয়েবসাইটে বেরোচ্ছে। প্রকাশিত তথ্য মতে, Nokia safari edge ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে। এতে থাকবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ ফোনটি সচল থাকবে। এর আগে Nokia বাজারে ছাড়ে বাজেট হ্যান্ডসেট Nokia 2। এতে ছিল ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর nokia safari edge বাজারে আসলে এটিই হবে Nokia সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37