২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা।

in #newcomer3 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_3352.jpeg

সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টোরডিয়ামে মুখোমুখি হয়েছিল কানাডা বনাম আর্জেন্টিনা। তুলনামূলক কম শক্তিশালী কানাডাকে এক প্রকার উড়িয়ে দিয়ে স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা।
এই জয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ উরুগুয়ে বনাম কলম্বিয়ার ম্যাচের বিজয়ী দল।

IMG_3358.jpeg

IMG_3357.jpeg

IMG_3363.jpeg

IMG_3360.jpeg

এক গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে ডি পলের লং পাসে বল জালে জড়াই আর্জেন্টাইন ইয়াংস্টার হুলিয়ান আলভারেজ। হাফ টাইমের পর আক্রমণ বাড়ায় কানাডা কিন্তু কানাডিয়ান স্ট্রাইকাররা আর্জেন্টাইনদের ডিফেন্স ভাঙতে পারিনি।

IMG_3374.jpeg

IMG_3381.jpeg

খেলার ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে আলবিসেলেস্তারা। ডি বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের নেয়া শট মেসি হালকা পা ছুঁয়ে কানাডার জালে বল জড়ান। সেই সাথে ২০২৪ কোপা আমেরিকার টুর্নামেন্টে এটিই মেসির প্রথম গোল। কোপা আমেরিকার ইতিহাসে এটি মেসির ১৪ তম গোল। এই গোল দেওয়ার সাথে সাথেই একটি রেকর্ড করেন আর্জেন্টাইন জাদুকর। এই গোল নিয়ে ছয়টি কোপায় গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

IMG_3394.jpeg

IMG_3413.jpeg

দুই গোল খাওয়ার পর বেশ কিছু পরিবর্তন আনে কানাডা তবে অনেক চেষ্টা করেও আর্জেন্টাইনদের ডিফেন্স ভাঙতে পারিনি কানাডিয়ানরা। ম্যাচের ৮৮ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল কানাডা কিন্তু সেটি চমৎকারভাবে সেভ করে দেয় আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

IMG_3417.jpeg

IMG_3411.jpeg

IMG_3406.jpeg

IMG_3397.jpeg

এই ম্যাচে গোলবারের দিকে আর্জেন্টিনা মোট ১১ টি শর্ট নেই অপরদিকে কানাডিয়ানরা ৯ টি শর্ট নেয়। আর্জেন্টিনা তাদের তিনটি শর্ট টার্গেটে রাখতে পারে বিপরীতে কানাডা দুটি শর্ট টার্গেটে রাখে। বল পজিশনে আর্জেন্টিনা ৫১% কানাডা ৪৯%। আর্জেন্টিনা বল পাস করেছে ৪৭৮ কানাডা বল পাস করেছে ৪৫৮ টি। সব দিক থেকেই এগিয়েছিল আর্জেন্টাইনরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ফুটবল দল।

IMG_3395.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43