জিম্বাবুয়েকে দশ উইকেটে হারালো ভারত।

in #newcomer2 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_3535.jpeg

IMG_3539.jpeg

IMG_3537.jpeg

জিম্বাবুয়েকে দশ উইকেটে হারিয়ে দিল ভারত। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম জিম্বাবুয়ে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভারত। জিম্বাবুয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরু থেকেই দেখেশুনে খেলছিল। প্রথম পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে ৪৪ রান। ইনিংসের নবম ওভারে দলীয় ৬৩ রানের প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

IMG_3543.jpeg

জিম্বাবুইয়ের ইনিংসে প্রথম আঘাত আনেন অভিষেক শর্মা। এটি তার আন্তর্জাতিক অঙ্গনে প্রথম উইকেট। জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান মারুমানি ৩১ বলে ৩২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

IMG_3545.jpeg

IMG_3542.jpeg

ওয়ান ডাউন এ ব্যাট করতে আসেন ব্রেইন বেননেট। দলীয় চার রান যোগ করার পর শিবম ডুবের বলে আউট হয়ে সাজ ঘরে ফেরেন ওয়েসলি মাধেভেরে। ক্যাপ্টেন সিকান্দার রাজা ও ব্রেইন বেননেট কিছুটা চাপ সামাল দেন।

IMG_3551.jpeg

IMG_3549.jpeg

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ইনিংসের ১৫ তম ওভার শেষে চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ ৯৮ রান। শেষ দিকে ক্যাপ্টেন্স সিকান্দার রাজার ছোট্ট কেমিওতে ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ ১৫২ রান। ইনিংস সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। তিনি ১৬৪ স্ট্রাইক রেটে ২৮ বলে ৪৬ রান করেন। ইন্ডিয়ার হয়ে খলিল আহমেদ দুটি উইকেট নেন। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৫৩ রান।

IMG_3555.jpeg

IMG_3557.jpeg

IMG_3550.jpeg

জয়ের জন্য ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নামেন দুই ভারতীয় ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। ইনিংসের শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপরে চড়াও হয়ে খেলতে থাকেন এই দুই ভারতীয় ব্যাটার। প্রথম ছয় ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। জিম্বাবুয়ের বলাররা অনেক চেষ্টা করেও ভারতের ব্যাটিং লাইনআপ ভাঙতে পারেনি।

IMG_3565.jpeg

IMG_3563.jpeg

IMG_3567.jpeg

ভারতের দুই উদ্বোধনী ব্যাটার নিজেদের অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত ১৫ ওভার ২ বলে ১০ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।যশস্বী জয়সওয়াল ১৭৫ স্ট্রাইক রেট ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত ছিলেন। অপরদিকে ক্যাপ্টেন শুভমান গিল ১৪৮ স্ট্রাইক রেটে ৩৯ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। এদিন জিম্বাবুয়ে বোলিং লাইনআপ ছিল ছন্নছাড়া। ১০ উইকেটের এই জয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত। এখনো সিরিজের একটি ম্যাচ বাকি রয়েছে।

IMG_3569.jpeg

IMG_3573.jpeg

ফলাফল: ভারত ১০ উইকেটের জয়ী।

IMG_3578.jpeg

IMG_3580.jpeg

প্লেয়ার অফ দ্যা ম্যাচ: যশস্বী জয়সওয়াল। তিনি ৯৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন।

IMG_3560.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63749.66
ETH 3419.02
USDT 1.00
SBD 2.48