জিম্বাবুয়ে কে হারিয়ে সিরিজের ১-১ সমতায় ভারত।

in #newcomer15 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_3262.jpeg

IMG_3191.jpeg

IMG_3193.jpeg

IMG_3192.jpeg

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে বনাম ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে বিলিসিং মুজারাবানির বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান‌ ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল।

IMG_3199.jpeg

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। রীতিমতো জিম্বাবুয়ের বোলারদের নিয়ে ছেলে খেলা করলো অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড় রান উৎসবে মেতে উঠল এই দুই ভারতীয় ব্যাটার। এই দুইজন মিলে ৭৬ বলে ১৩৭ রানের পার্টনারশিপ করেন। নিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক সেঞ্চুরি তুলে নিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।

IMG_3203.jpeg

তিনি ২১২ স্ট্রাইক রেটে ৪৭ বলে ১০০ রান করে ইনিংসের ১৪ তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে ডিঅন মায়ার্সের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান। অভিষেক শর্মা ফিরে গেলে বাকি কাজটুকু রুতুরাজ গায়কোয়াড় রিঙ্কু সিং কে সঙ্গে নিয়ে করে ফেলেন। এই দুই ভারতীয় ব্যাটসম্যানরা ৩৬ বলে ৮৭ রানের অপরাজিত পার্টনারশিপ করেন।

IMG_3222.jpeg

IMG_3223.jpeg

রুতুরাজ গায়কোয়াড় ৪৭ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন এবং রিঙ্কু সিং ২২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। ২০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ভারত ২৩৪ রানের বিশাল বড় সংগ্রহ দাঁড় করায়। জয়ের জন্য জিম্বাবুয়ে এর প্রয়োজন ২৩৫।

IMG_3231.jpeg

IMG_3233.jpeg

এদিন ভারতীয় ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিল জিম্বাবুয়ের বোলাররা। বিলিসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা সমান একটি করে উইকেট পান।

IMG_3212.jpeg

২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মিশনে যোগ দেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এদিন নামের প্রতি সুবিচার করতে পারিনি জিম্বাবুয়ের কোন ব্যাটার।

IMG_3240.jpeg

IMG_3242.jpeg

পাওয়ার প্লে শেষে চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৫৮ রান। চারজন ব্যাটসম্যান বাদে কেউই দুই অঙ্কের রানের গন্ডি পার হতে পারেনি।শেষ পর্যন্ত ১৮ ওভার চার বলে ১৩৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

IMG_3254.jpeg

IMG_3250.jpeg

IMG_3248.jpeg

ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে ওয়েসলি মাদেভেরের ব্যাট থেকে এবং শেষ দিকে বোলিং অলরাউন্ডার লুক জংওয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। ভারতের হয়ে মুকেশ কুমার ও আবেশ খান সমান তিনটি করে উইকেট পান। রাভি বিষ্ণোই ২ টি ও ওয়াশিংটন সুন্দর ১ টি উইকেট পান।

IMG_3261.jpeg

IMG_3263.jpeg

IMG_3235.jpeg

ফলাফল: ভারতীয় দল ১০০ রানে জয়ী।এই ম্যাচ জিতে ভারত সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনলো।

IMG_3269.jpeg

IMG_3268.jpeg

প্লেয়ার অব দ্যা ম্যাচ: অভিষেক শর্মা। তিনি নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত এক শতক তুলে নেয়।

IMG_3207.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 65988.06
ETH 3414.25
USDT 1.00
SBD 2.67