নাটক রিভিউ || "পরান পাখি"
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। বেশ কয়েক দিন হয়েছে নাটক রিভিউ দেওয়া হয়না। তাই এবার চিন্তা করলাম এই সপ্তাহে একটা নাটক রিভিউ দেবো। আপনাদের নাটক রিভিউ পড়ে খুব ভালো লাগে। বর্তমানে বাংলা নাটক দেখতে যেমন ভালো লাগে তেমনি নাটকের গল্পগুলো খুবই শিক্ষনীয় থাকে। আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে পরান পাখি। এই নাটকটি কয়েক মাস আগে রিলিজ হয়েছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি।
নিলয় আলমগীর এর নাটক প্রায়ই দেখা হয় আমার। তবে এই নায়িকার বেশ কয়েকটি নাটক ইতিমধ্যে দেখা হয়েছে আমার। এই দুজনের জুটি দারুণ লাগে আমার এবং দিনদিন এই জুটির জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে। মাঝে মাঝে নিজের মনকে ভালো রাখার জন্য অল্প সময়ের জন্য বাংলা নাটক দেখা হয়। এই নাটক আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাটক | পরান পাখি |
---|---|
পরিচালনা | মাহিন আওলাদ |
চিত্রগ্ৰহণ | আলিম ইবাদ |
সম্পাদনা | ফখরুল ইসলাম |
অভিনয়ে | নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি,মনিরা আক্তার মিঠু, ফখরুল মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ সহ আরও অনেক। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্লাটফর্ম | ইউটিউব |
কাহিনী সারসংক্ষেপ
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
আমরা নাটকের শুরুতে দেখতে পাচ্ছি হিমির বিয়ের হলুদের আয়োজন চলছে। প্রথমেই এই অনুষ্ঠান দেখে কিছুই বুঝতে পারবেন না। কার সাথে হচ্ছে আর কেন হচ্ছে বুঝতে হলে সম্পূর্ণ নাটক দেখতে হবে। সেই বিয়ের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় নিলয়কে। সে কোনো বাড়ির বিয়েতে দায়িত্ব নিতে এসেছে আর কার বিয়ে কিছুই জানে না। হঠাৎ করে হিমিকে হলুদের সাজে দেখতে পায় আর সে অবাক হয়ে যায়। এরপর হিমি ও তাকে দেখে থমকে যায়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর হিমি নিলয়ের কাছে যায় কথা বলার জন্য। প্রথমে হিমি কিছু না জেনে নিলয়কে অনেক কথা বলে যেই কথা শুনে সে অনেক কষ্ট পায়। তখন নিলয় হিমিকে সব খুলে বলে মানে কল্পনা দেখে আর সেখান থেকেই মূল গল্প শুরু হয়। নিলয় বৃদ্ধাশ্রম ও আশ্রম এর নাম দেয় জান্নাত যেখানে হিমি ডাক্তারের কাজ করে। তারা দু'জনে মিলে সেই আশ্রমের মানুষদের খুব ভালোবাসে আর তাদের সেবা যত্ন করে। সেখানেই তাদের মিষ্টি প্রেমের গল্প শুরু হয়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
সেই আশ্রমের মানুষগুলো তাদের দু'জনকে খুব ভালোবাসে। এরপর হিমি নিলয়কে প্রপোজ করতে বলে আর নিলয় তখন সাহস পায়। এরপর একটি আংটি কিনে আনে আর আশ্রমের সবাই খুব খুশি হয়। হিমি সেই দিন অনেক সুন্দর করে সেজেগুজে আসে আর অন্যদিকে নিলয়কেও দেখতে খুব সুন্দর লাগছিল। যখন নিলয় হিমির কাছে যাবে তখন একটা ফোন আসে আর নিলয়ের চাচা বলে তার মা-বাবা এক্সিডেন্ট করেছে আর তার মা মারা গিয়েছে। তারপর হিমিকে কিছু না জানিয়ে চলে যায় আর হিমি সেই দিন অনেক কষ্ট পায়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর হিমি তার বাসা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায় আর কাউকে কোনো ঠিকানা দেয়নি। নিলয়ের এসব কথায় তার অভিমান ভেঙ্গে যায় কিন্তু তখন তার কিছুই করার নেই। এখন হিমির বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তখন সে নিলয়কে জড়িয়ে ধরে বলে তোমার পাখিকে নিয়ে যাও। আমি এই বিয়ে করতে চাইনা।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
তারা দু'জনে কথা বলে যাওয়ার সময় হিমির বাবার সাথে নিলয়ের দেখা হয়। তখন তিনি নিলয়কে দেখে চিনতে পারে আর বলে আমার মান সম্মান সবকিছু তোমার হাতে। তখন হাত জোর করে ক্ষমা চায়। নিলয় হিমির বাবার কথা ফেলতে না পেরে কান্না করে চলে যায়। এরপর হিমি আবার নিলয়ের সাথে দেখা করতে আসে আর বলে চলো আমরা পালিয়ে যাই। কিন্তু নিলয় হিমিকে সব বুঝায় আর বিয়ে করে নিতে বলে। এই বলে সে চলে যায়।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর হিমি বিয়ের জন্য সাজে আর কান্না করে। তখন তার বাবা দেখতে আসলে হিমি অনেক কথা বলে আবার নিলয় সেও দেখতে আসে আর যেই আংটি সেই দিতে পারেনি তা আজ দিয়েছে।
ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট
এরপর হিমি গিয়ে বিয়ের পিঁড়িতে বসে কিন্তু তার মন পড়ে থাকে নিলয়ের কাছে। এই দৃশ্য দেখতে না পেরে নিলয় যখন চলে যাচ্ছে তখন হিমি উঠে দৌড়ে চলে যায়। তখন হিমির বাবা পাত্র পক্ষের কাছে ক্ষমা চায়। হিমি পিছন থেকে নিলয়কে জড়িয়ে ধরে আর কান্না করে। এরপর তাদের ভালোবাসার পূর্ণতা পায়।
ব্যক্তিগত মতামত
মিষ্টি প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে এই নাটকের কাহিনী। যেখানে মান অভিমান আর ভালোবাসায় ভরপুর রয়েছে। আমরা অনেক সময় এমন কিছু পরিস্থিতিতে পড়ি যা সেই মুহূর্তে ভালোবাসার মানুষকে বলা সম্ভব হয় না। তখনই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই নাটকেও তেমনি হয়েছে। এই ধরনের নাটক গুলো দেখতে অনেক ভালো লাগে। নিলয় আর হিমির সবগুলো নাটকের কাহিনী খুব সুন্দর হয়। যাই হোক সবমিলিয়ে এই নাটকের কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন।
ব্যক্তিগত রেটিং
১০ /১০
নাটকের লিংক
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়ার নাটক গুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। যদি ওই নাটকটি এখনো দেখা হয়নি তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু খুব চমৎকার একটি নাটকের রিভিউ আপনি দিয়েছেন। নিলয় মজুমদার ও জান্নাতুল সুমাইয়ার নাটক এর আগে আমি আরও কয়েকটা দেখেছি। ওদের নাটকগুলো বেশ ভালই লাগে। আমার কাছে নাটকটি সম্পূর্ণ দেখা হয়নি। তবে নাটকটার টেইলার ভিডিওটা দেখেছি আর দেখেই। বুঝা গেছে যে নাটকটা অনেক সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা নাটকে রিভিউ দেয়ার জন্য ।
আপু নিলয় আলমগীর, মজুমদার নয়। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু এর কাহিনী খুবই সুন্দর আশা করি দেখে আনন্দ পাবেন। ধন্যবাদ।
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও এই নাটকটি এখনো আমি দেখিনি কিন্তু আপনার শেয়ার করার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ভাবছি আজকে নাটকটি দেখে ফেলব।
ভাইয়া একবার দেখবেন খুবই মিষ্টি প্রেমের গল্প আর দেখে অনেক মজা পাবেন। ধন্যবাদ।
নিলয় আলমগীর যখন ছোট ছোট শর্টফ্লিম বানাতো তখন সেগুলো খুবই ভাল হতো৷ সে পরিচালক হিসাবে দারুন।অভিনয় ও বেশ ভাল। অনেক সুন্দর একটি নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন শুভ কামনা রইল আপনার জন্য ।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপনি৷ আপনার এই নাটকের রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো। আর এই নাটকের সম্পুর্ণ বিষয়বস্তু আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। তবে আমি এই নাটকটি এখনো দেখে নিতে পারিনি। সময় করে অবশ্যই এই নাটকটি আমি দেখে নেব৷
ভাইয়া পেলে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।