||নাটক রিভিউ:-মাস্তান||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-মাস্তান আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু ব্লগ নিয়ে আসার।তো আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ শেয়ার করার।তো আজকেও তারা ধারাবাহিকতা বজায় রাখার জন্য নাটক রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।তো কালকে একটু ব্যস্ত থাকার কারণে আমি কালকের পোস্টটি করতে পারিনি।তাই আজকে ফ্রি হয়ে আপনাদের মাঝে পোস্টটি নিয়ে উপস্থিত হলাম।যাই হোক তাহলে দেরি না করে পোস্টটি শুরু করা যাক।
নাটকের নাম | মাস্তান |
---|---|
অভিনয় | মুশফিক আর ফারহান,তানিয়া বৃষ্টি,আরো অনেকে |
পরিচালক | রুবেল আনুশ |
মুক্তির তারিখ | ১৫ই জানুয়ারি ২০২৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৫৬:৩০ |
নাটকের শুরুতেই নায়কের একটি ভালোবাসার গরু ছিল।এবং সে গরুটির নাম ছিল মাস্তান।তো হুট করেই কোন এক লোক মাস্তান কে মারধর করে,আর এটা নায়ক জানতে পারে।সঙ্গে সঙ্গে তার বন্ধু বান্ধব মিলে সেই লোককে মাস্তানের কাছে এনে বিচার বসালো।তো মাস্তান তাকে মাফ করে দেওয়ার কারণে লোকটি তাদের কাছ থেকে বেঁচে যায়।বলতে গেলে গরুটির উপর যে নায়কের মায়াটি ছিল,সেই মায়াটি তার কোন প্রিয় মানুষের প্রতি ছিল না।যাইহোক এদিকে কিন্তু নায়ক এবং নায়িকার দুজনের রিলেশনশিপ ছিলো।তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসে।
তো বেশ কিছুদিন যাবত মুশফিকের বাবা ও তার মাকে নিয়ে হসপিটালে যান।তো একদিন মুশফিক তার বাবাকে জিজ্ঞেস করে যে তুমি আর মা কেন হসপিটালে যাও।কিন্তু তার বাবা কোন কথার উত্তর দিল না।তো এই দিকে নায়িকার আচরন দেখে তার বাসা থেকে তার বিয়ে ঠিক করে।কিন্তু তার যে বিয়ে ঠিক করে এটা কিন্তু নায়িকা জানতো না।একদিন হুট করে নায়িকা অনেক সময় লেট করে বাসায় ফিরে,তখনই তার বাবা তাকে সব কিছু বলে যে তোমার সামনে বিয়ে। এই ভাবে চলাফেরা করলে হবে না।নায়িকা এই কথা শুনে পুরো অবাক।
তো ঠিক কোরবানির তিন চার দিন আগে নায়ক আর মাস্তানকে কে নিয়ে হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। সে কিন্তু বিক্রি করতো না। পরে জানতে পারে তার মায়ের অপারেশন করতে হবে। এইজন্য বাধ্য হয়ে তার মাস্তানকে বাজারে নিয়ে যায়।আর সেই বাজারের মধ্যে মাস্তান এক নম্বর গরু ছিল, তার উপরে কেউ যাইতে পারিনি। তো এইদিকে মাস্তান তার গরু বিক্রি করে,এবং তারই মাঝেই নায়িকার বিয়ে হয়ে যায় এটা মুশফিক জানতে পারে না।তার বন্ধু এসে খবর দিয়ে সে জানতে পারে। গিয়ে দেখে তার বিয়ে হয়ে গেছে।
তো নায়িকার যে বাসাতে বিয়ে হয়েছে সেই লোক কিন্তু মুশফিকের গরুটি কিনে নেয়। এটা কিন্তু মুশফিক জানতো না।তো ঠিক গরু জবাই করার আগে মুশফিক সেই গরুটির সামনে গিয়ে উপস্থিত হলো।কারণ অনেক ভালোবাসা ও যত্ন সহকারে তাকে পালন করছে।মায়াটি এখনো ভুলতে পারে নাই। তো যারা গরু টি নিয়েছে তাকে বললো যে, জবাই করার আগে তাকে আস্তে করে ফেলে জবাই করবেন সে যেন কষ্ট না পায়।এই কথা বলে যখন চলে যেতে চায় তখনই তার প্রিয় মানুষটির সাথে দেখা হয়।কিন্তু সেখানে কোন কথা বলার উপায় ছিলো না। কারণ মুশফিকের জীবনে তার গরু আর নায়িকা আপনজন ছিলো।তো কিছু না বলে কান্না করে সেখান থেকে চলে যায়। নাটক টি এখানেই শেষ হয়।
তো নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আর আমি এমনিতেই মুশফিকের নাটক দেখতে অনেক ভালোবাসি।আসলে এই নাটকটির মধ্যে তার প্রিয় আপনজন তার গরু এবং নায়িকা ছিলো।কিন্তু পরিস্থিতির কারণে সে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে।এদিকে কোরবানি দেওয়ার পরেও তার মাস্তানের প্রতি ভালোবাসা একটুও কমেনি।যাই হোক নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আসলেই যাকে আমরা শুরু থেকে পালি বা বড় করি তার প্রতি যেনো ভালোবাসা একটুও কমে না।যাইহোক মুশফিক তার প্রিয় মাস্তানকে অনেক ভালোবাসতো এবং তার কষ্ট সে সহ্য করতে পারত না।যাইহোক আপনারা যারা নাটক টি দেখছেন তারা সহজেই বুঝতে পারবেন।আর যারা দেখেনি নাটকটি দেখে নিবেন আশা করছি ভালো লাগবে।আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
বি:দ্র: সমস্যার কারনে পুরো নাটকের লিংক দেওয়া হয়নি।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
টেস্ক লিংক
https://x.com/Polashislam681/status/1903099430582341725?t=ajN8Jhgn1hZkwBcaU5l74w&s=19
https://x.com/Polashislam681/status/1902997577127379362?t=4MTQFLJbX0kq3wwuDUhDJw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নাটক "মাস্তান" সম্পর্কে আপনার রিভিউটি খুবই সুন্দর এবং মনোযোগ দিয়ে লেখা হয়েছে। মুশফিকের চরিত্রের প্রতি তার গরু ও নায়িকার ভালোবাসা এবং কষ্টের গল্প সত্যিই হৃদয়স্পর্শী। এই নাটকে ভালোবাসা, বেদনা এবং পরিপ্রেক্ষিতের মধ্যে যে গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে, তা দেখতে খুবই আকর্ষণীয়। নাটকটির অনুভূতি ও বার্তা চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন, ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ফারহানের নাটক গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর করে মাস্তান নাটকের রিভিউ সবার মাঝে শেয়ার করেছেন। এই নাটকের পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সময় পেলে আমি অবশ্যই এই নাটকটা দেখার জন্য চেষ্টা করবো।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।