অন্তর্ঘাতের চেষ্টা হয়েছিল মহাকাশ স্টেশনে? তদন্ত হবে, জানাল নাসা ও রসকসমস

in #nasa6 years ago

image.jpgআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কি কোনও অন্তর্ঘাতের চেষ্টা হয়েছিল? কোনওভাবে মহাজাগতিক বিকিরণ বা তেজস্ক্রিয় রশ্মি ঢুকিয়ে কি ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল মহাকাশ স্টেশনকে? বৃহস্পতিবার নাসা এবং রুশ মহাকাশ সংস্থা ‘রসকসমস’ কিন্তু সেই আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দিল না। বরং যৌথ বিবৃতি দিয়ে জানাল, এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত হবে। আর সেই তদন্তকারী দলের নেতৃত্ব দেবে রুশ মহাকাশ সংস্থাই।

এই ‘রটনা’ শুরু হয় অগস্টের শেষে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে কক্ষপথে ঘোরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি দুর্ঘটনার পর। ওই সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নেমেছিল রাশিয়ার পাঠানো মহাকাশ যান ‘সয়ুজ (এম এস-০৯/৫৫এফ)’। সেই রুশ মহাকাশযানের ছাদে খুব ছোট একটি ফুটো দেখতে পান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। ছিদ্রটি আকারে ছিল ২ মিলিমিটার(০.০৮ ইঞ্চি)। ছিদ্রটি প্রথম দেখতে পান মহাকাশ স্টেশনে থাকা ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোশ্চর আলেকজান্ডার জার্স্ট। সঙ্গে সঙ্গে সেই ছিদ্র মেরামত করে ফেলা হয় এবং তাতে সহায়তা করেন সেরগেই পাপারদু।

বৃহস্পতিবার টেলি কনফারেন্সে নাসার শীর্ষকর্তা জিম ব্রিডনস্টাইনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় ‘রসকসমস’ এর জেনারেল ডাইরেক্টর দিমিত্রি রোগোজ়িন-এর। প্রায় এক ঘণ্টার কথোপথনের পর ঠিক হয়, এ ব্যাপারে যৌথ বিবৃতি দেবেন নাসা ও রসকমমস-এর দুই শীর্ষ কর্তা। তার কিছুক্ষণের মধ্যেই যৌথ বিবৃতির চূড়ান্ত বয়ান।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67467.65
ETH 3470.01
USDT 1.00
SBD 2.71