'Father and father come to your body from a scent, I'll miss that scent'

in #mystery6 years ago


টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক ও তার দুই মেয়ে তাহিয়াদ এবং নাহিয়ান। ছবি: সংগৃহীত

তোমার ভালো মানের চশমার প্রতি লোভ ছিল, তোমার রেখে যাওয়া সে সব চশমা আমাদের দিকে জ্বলজ্বল করে নির্বাক হয়ে তাকিয়ে আছে।

(প্রিয়.কম) চলমান মাদকবিরোধী অভিযানে সম্প্রতি কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছেন। আর ৪৬ বছর বয়সী এই পৌর কাউন্সিলর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমাজিক যোগাযোগমাধ্যমেও একরামুল ইস্যু নিয়ে চলছে সমালোচনা।

এদিকে একরামুল হকের মৃত্যুর পর তার দুই মেয়ে তাহিয়াদ ও নাহিয়ান আবেগঘন খোলা চিঠি লিখেছে তাদের বাবার কাছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ওই চিঠিটি। চিঠিটিতে প্রিয়.কমের পাঠকের জন্য তুলে ধরা হলো এখানে।

‘প্রিয় বাবা
কেমন আছো তুমি! নিশ্চয় অনেক ভালো আছো। আমরা কিন্তু ভালো নেই। কারণ আমাদের পুরু পৃথিবীটা যে তোমাকে ঘিরেই ছিলো। সকালে ঘুম থেকে উঠার পর থেকে তোমার কাজ ছিল তোমার রাজকন্যাদের রেডি করা। বাইকে করে প্রাইভেট পড়তে নিয়ে যাওয়া। স্কুলে পৌঁছে দেওয়া।

জানো বাবা বাড়িতে অনেক মানুষ চাচা-চাচী,জেঠু-জেঠিমা,ফুফি-ফুফা আর বাড়ি ভর্তি কাজিনরা। সবার মাঝে তোমার ছায়া খুঁজে চলছি আমরা দুই অনাথ রাজকন্যা। বারবার রাজকন্যা বলছি কারণ তোমার চোখে আমরা রাজকন্যাই ছিলাম।

হয়তো খুব বেশি প্রাচুর্যপূর্ণ ছিলনা আমাদের জীবন, কিন্তু কখনো কোন কিছুর অভাব তুমি বুঝতে দাওনি আমাদের। আমাদের ছোট বড় সব চাওয়া তোমার কাছে প্রাধান্য পেয়েছে সবার আগে।

সবার মুখে শুনেছি তোমার জানাজাতে প্রচুর মানুষের জমায়েত হয়েছিলো, ইসলাম ধর্মে মেয়েরা সেখানে যেতে পারেনা, তাই আমাদের দেখা হলো না স্বচক্ষে, তুমি কতটা জনপ্রিয় ছিলে সবার কাছে।

হয়তো ঈদের পর থেকে আমাদেরকে স্কুল বাস নিয়ে যাতায়াত করতে হবে। সে সময় তোমাকে অনেক মিস করবো। তোমার শরীর থেকে বাবা-বাবা একটা ঘ্রাণ আসতো, খুব মিস করবো সে ঘ্রাণ।

তোমার গানের গলা যথেষ্ট প্রশংসনীয় ছিলো,আমাদের আবদারে সব গান গেয়ে শুনাতে। মিস করবো সে দরাজ ভরা কণ্ঠের গান।

তোমার ভালো মানের চশমার প্রতি লোভ ছিলো, তোমার রেখে যাওয়া সে সব চশমা আমাদের দিকে জ্বলজ্বল করে নির্বাক হয়ে তাকিয়ে আছে।

এই কিশোর বয়সে হারিয়ে ফেলবো তা কল্পনাতীত ছিলো। কিন্তু আল্লাহ্‌ তোমাকে নিয়ে গেলেন, হয়তো উনি তোমাকে আমাদের চাইতে বেশী ভালোবাসেন।

বাবা তোমার অসমাপ্ত স্বপ্ন আমরা পুরা করবো,তোমার দেখিয়ে দেওয়া পথে আমরা আজীবন চলবো।
তোমাকে কথা দিলাম,আমরা তোমার সত্যিকার রাজকন্যা হয়ে তোমার স্বপ্ন বাস্তবায়ন করবো। ওপরে অনেক ভালো থেকো বাবা।

ইতি
তোমার রাজকন্যাদ্বয়
তাহিয়াদ/নাহিয়ান’

২৬ মে, শনিবার দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় নিহত হন একরামুল হক।

প্রিয় সংবাদ/গোরা

বিভাগ: বাংলাদেশ সংবাদ
ট্যাগ: খোলা চিঠি মেয়ে পৌর কাউন্সিলর বন্দুকযুদ্ধ নিহত
লোকেশন: টেকনাফ

(Priyo.com): In the ongoing anti-narcotics campaign, the municipal councilor Ekramul Huq was killed in a gunfight with RAB at Teknaf in Cox's Bazar recently. On the incident of the death of the 46-year-old municipal councilor, mixed reaction between the Awami League and the organization's leaders and activists. Criticism of the issue of social media

Meanwhile, after Ekramul Huq's death, his two daughters Tahiyad and Nahian sent an open letter to their father. Meanwhile, the letter is viral on social media Facebook. The letter was highlighted for the readers of Priyo.com.

Dear Father
How are you Sure enough you are We are not good but Because our thick earth that surrounds you. Since you got up in the morning, your job was to make your princess ready. Bike to take private reading. Reaching at school.

You know, there are many people in the father's house, uncle-aunt, Jethu-Jethma, Fufi-Fufah and home-born cousins. We are looking for your shadow between all the two orphan princesses. Repeat the princess because you were princess in your eyes.

Maybe our life was not too overwhelming, but you never understood the lack of anything we could have. The demands of our smallest ones have been the priority for you.

We all heard that many people gathered in your janaza, women can not go there in Islam, so we did not see, in reality, how popular you were to everyone.

Maybe we have to travel with school buses since Eid. At that time you will miss a lot. You'd miss a scent from your body, you will miss that scent.

Your song's voice was quite commendable, to sing all the songs in our songs. I'll miss that song full of voices.

You had the greed for your good quality glasses, all those glasses left on you looked shining and shouting at us.

It was unthinkable to lose this teenager. But God took you away, maybe he loved you more than us.

We will fulfill your unfinished dream of your father, and on your way to showing you we will be living forever.
I promise you, we will implement your dream as your real princess. Be very good at the father.

Yours
Your princess
Tahit / Nahian '

On 26th May, Ekramul Haque was killed in Teknaf Sadar union's Noakhaliya Para on Cox's Bazar-Teknaf Marine Drive on Saturday night.

Dear News / Gora

Category: Bangladesh News
Tagged: open letter girl municipal councilor gunfight killed
Location: Teknaf

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37