আমার বাড়ির পাশে করা কিছু ফটোগ্রাফি।।

সবাইকে নমস্কার/আদাব❤️❤️
সবাই কেমন আছেন?? আশা করি সবাই সৃষ্টিকর্তার আশির্বাদে ভালোই আছেন। আমিও অনেক ভাল আছি।ছবি সংগ্রহ করতে আমার খুব ভালোই লাগে,যখন সেটা নিজের হাত দিয়ে তোলা হয়ে থাকে তখন অনেক ভালো লাগে।।
আমার বাড়ির পাশে রামকৃষ্ণ সেবাস্রম রয়েছে।সেখানকার কিছু তোলা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম

ছবি -১
IMG_20200924_094328.jpg
এটা হলো রামকৃষ্ণ মন্দির।।

ছবি -২
IMG_20200924_110023.jpg
এটা হলো সেবাস্রম এর প্রশাসনিক ভবন।

ছবি -৩
IMG_20200924_093807.jpg
IMG_20200924_093650.jpg
এটা হলো সেবাস্রম এর আবাসিক হোস্টেল।

ছবি -৪
IMG_20200924_093225.jpg
এই ব্যক্তিটি হলেন এই সেবাস্রম এর একজন সেবক এবং রামকৃষ্ণ ভক্ত।তিনি তার পরিবার ছেড়ে এখানেই জীবনযাপন করেন এবং সবকিছুর দেখাশোনা করেন।

এই মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলার খানসামা উপজেলার টংগুয়া গ্রামে অবস্থিত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও অনেক ভালো ভালো ব্লগ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63491.17
ETH 2618.75
USDT 1.00
SBD 2.79