নারী তুমি ছলনাময়ী

in #muslim2 years ago (edited)

োশ্যাল মিডিয়াতে যে যেভাবে পারছে সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতের অপব্যাখ্যা করে যাচ্ছে এবং তারা নিজেরাও জানে না তারা যে কত বড় কবিরা গুনাহ করছে।
আমি ইউসুফ আলাই সালাম এর ঘটনা উল্লেখ করে পোস্টটি বড় করতে চাচ্ছি কারণ মোটামুটি সবাই ইউসুফ আলাইহিস সালাম এর জীবন কাহিনী সম্পর্কে ধারণা রাখেন।

সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে জুলেখার স্বামী যখন ইউসুফ আলাই সালাম এর পিছনের জামাটি ছেঁড়া দেখলেন তখন তিনি বললেন এসব হলো তোমাদের নারীদের ছলনা তোমাদের কূট কৌশল বড়োই কঠিন। এককথায় নারী তুমি ছলনামই।
আল্লাহতাআলা এখানে ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী তুলে ধরেছেন তিনি এখানে কোন সতর্কবার্তা দেননি তিনি ইউসুফ আলাইহিস সালাম এর জীবন বর্ণনা করেছেন। নারী তুমি ছলনাময়ী এ কথাটি জুলেখার স্বামী জুলেখা কে বলেছে ,আল্লাহ তাআলা কোন নারীর উদ্দেশ্যে এই কথাটি বলেননি ।
সুতরাং কোন ব্যক্তি কোন নারীর উদ্দেশ্যে যদি কোরআনের এই আয়াতটি উল্লেখ করে বলে যে নারী তুমি ছলনাময়ী তাহলে সে নিজে অজান্তেই কুরআনের অপব্যাখ্যা করল এবং কোরআনের অপব্যাখ্যা কারীদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 123006.22
ETH 4515.64
BNB 1313.49
SBD 0.77