Movie: "অজ্ঞতানামা" Bangla Movie ছবিটা দেখেছেন? আজ দেখলাম..

in #moviereview7 years ago

"অজ্ঞতানামা" ছবিটা দেখেছেন? আজ দেখলাম..

২১/২২ বিলিয়র ডলারের রেমিটেন্সের খবর আমরা জানি,রেমিটেন্সের সামান্য উঠানামা আমাদের গোলটেবিলে বসায়,পরর্বতী করনীয় নিয়ে ভাবায়..
রেমিটেন্সের সাথে সাথে বছরে কমপক্ষে আসে ২৫০০-৩০০০ লাশ,ঐ লাশের হিসেব আমাদের উদ্বেগ বাড়ায় না,তাদের সংখ্যা কমানোর জন্য কোন গোলটেবিলে,সভায় আলোচনা ও নেই...

'অজ্ঞতানামা" সেরকম একটা লাশের গল্প। গলাকাটা পার্সপোর্ট নিয়ে আছির উদ্দীন প্রামানিকের বিদেশে যাওয়া আর লাশ হয়ে ফেরত আসার গল্প...

গলাকাটা পার্সপোটের সাথে লাশের নামের মিল না থাকায় আছির উদ্দীনের পিতা(চরিত্রায়নে ফজলুল হক বাবুর) অপরিসীম দূভোর্গের গল্প... লাশের খবর দিতে পুলিশের ট্রলারের ভাড়া,লাশ আনতে ট্রাক ভাড়া,কাস্টম কর্মকর্তাদের লাশবাবদ ভাড়া দাবী,আছির উদ্দীনের বৃদ্ধ পিতাদের এক টুকরো ছবি মাত্র।
প্রায় ২ ঘন্টার ছবির শেষাংশে দেখা যায়,বিদেশ থেকে আগত লাশ,আছিরের না! আছিরের পিতা লাশ নিয়ে ঘুরতে থাকে,প্রবাসী কল্যাণ,পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট কিংবা স্বাস্থ্য মন্ত্রনালয় কেউ অজ্ঞতানামা লাশের দায়িত্ব নিতে চায় না,শেষে বৃদ্ধ পিতার উপলব্ধি লাশের তো কোন জাত হয় না,ওটা তো কোন মানুষের লাশ....
ছবিটাতে কোন নাচগান নেই,কোন উদ্দাম দৃশ্যও নেই,সে অর্থে কোন তথাকথিত নায়ক-নায়িকা নেই। তবে একঝাক অভিনেতা আছে।যা এখনকার ছবিতে একদম থাকে না। বিশেষ করে ফজলুল হক বাবুর পুত্রের মৃত্যু সংবাদ শোনার দৃশ্যটা অসম্ভব রকমের দারুন।
আমাদের হয়তো রবার্ট ডি নিরো,নাসিরউদ্দীর শাহ,নানা প্যাটেকার নেই,কিন্তু আমাদের যা আছে,তা'র ব্যবহার ছবিটাকে অনন্য রুপ দিয়েছে। শহীদুজ্জামান সেলিম,মোশারফ করিম,শতাব্দী ওয়াদুদ আর ফজলুল হক বাবুদের অভিনয় ছবিটিতে প্রাণ।

দর্শকপ্রিয়তা হয়তো অতটা পায় নি কিন্তু ছবিটাতে জীবন আছে....
27710217_925063247661560_1962136790407571169_o.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.17
JST 0.030
BTC 72243.88
ETH 2635.64
USDT 1.00
SBD 2.59