Sadece Sen (2014) Turkey

in #moviereview7 years ago

Sadece Sen (2014) Turkey

Ali is a former boxer. Hajal is a blind orphan girl, her father died in a car accident and she lost sight of her power. Hazel worked on the call center and Ali got water supply on the day and in the parking lot assistant at night. One night, while working on a night shift, Hajal was seen with him. The person who used to work in Hazal parking lot would have come to watch TV sometime. After Hajal, he came regularly in the parking lot to see Ali's TV.

In this way two slowly came closer. At one time, the boss of a hazel came to his house in a state of drunkenness and forced to force him. At that time Ali came and saved him. From then on, Ali came to Hajal's house and Hajal left his job. On one occasion Ali learned that Hazal and his parents Ali loses his power, he himself is responsible for the accident.
And not sure, take a look at the rest.

Sadece Sen (2014) তুরস্ক

আলী একজন সাবেক বক্সার। হাজাল একজন অন্ধ এতিম মেয়ে,একটি গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় এবং সে তার দৃষ্টি শক্তি হারায় ।হাজাল কাজ করে কল সেন্টারে আর আলী দিনে পানি সরবরাহ আর রাতে parking lot assistant এর কাজ করে। একরাতে night shift এ কাজ করার সময় তার সাথে দেখা হয় হাজাল এর। হাজাল parking lot এ কাজ করা পূর্বের লোকটির সাথে মাঝে মাঝে টিভি দেখতে আসতো। হাজাল এর পর আলীর সাতে টিভি দেখতে parking lot এ নিয়মিত আসতো।

এভাবে দুজন আস্তে আস্তে কাছে আসতে থাকে। একরাতে হাজালের বস মাতাল অবস্থায় তার বাসায় আসে তার সাথে জোর জবরদস্তি করে।ঠিক সেই সময় আলী এসে তাকে সেভ করে।এরপর থেকে আলী হাজালের বাসায় এসে থাকে এবং হাজাল তার জবটি ছেড়ে দেয়।এক সময় আলী জানতে পারে যে দুর্ঘটনায় হাজাল তার বাবা মা এবং তার দৃষ্টি শক্তি হারায় সে দুর্ঘটনার জন্য আলী নিজেই দায়ি।
আর বলবনা ,বাকিটা দেখে নিন।
YouTube Link:

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.041
BTC 92793.00
ETH 3248.71
USDT 1.00
SBD 7.48