মুভির নাম: Queen(2018)
মুভির নাম: Queen(2018) (অথবা একজন রূপা কিংবা তনুর কাহিনী)
iMDb রেটিং: 7.5
#মালায়ালাম_মুভি
আমার রেটিং : সমসাময়িকের সাথে এত বেশি মিল, ইমোশনটাই বেশি কাজ করে, মেয়ে বলেই হয়ত ইমোশনটা বেশি কাজ করে।সঙ্গী কাজিনকে বারবার চোখ মুছতে দেখলাম।
****একজন মেয়ের জন্য সঠিক সময়, সঠিক সিচুয়েশন, সঠিক স্থান কি একজন ছেলের থেকে আলাদা?****
ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে মেকানিক্যালে ছাত্রী থাকে না বললেই চলে। এমনই এক ইঞ্জিনিয়ারিং কলেজে শূন্য ছাত্রী নিয়ে মেকানিক্যালের ফ্রেশারস রিসিপশন দিয়ে মুভির শুরু। ছেলেরা নিজেদের ভেতর ভালই ছিল। কিন্তু কিছুদিন পর ভর্তি হয় নতুন ছাত্রী চিন্নু। ছেলেরা প্রথমে মুখ ঘুরিয়ে থাকলেও ওপেনমাইন্ডেড চিন্নুকে আপন করে নেয় মেকা ফ্যামিলি।বিশেষ করে চারবন্ধুর সাথে চিন্নুর রিলেশন অন্যমাত্রা নেয়, বন্ধুত্বের এক অন্য গল্প।
তারপর চিন্নুর হঠাৎ অসুস্থতা সবকিছু স্থবির করে দেয়...... না ভাববেন না এটা নিয়েই গল্প আরও আবেগিক,ভয়ংকর, বাস্তব,নিষ্ঠুর অন্য এক গল্প অপেক্ষা করছে আপনার জন্য। বাকিটুকু জানতে মুভিটা দেখুন।
Hope your picture is very good and better,thanks....?