একটি তেলাপোকার গল্প ?

in #motivation6 years ago (edited)

গুগলের নতুন সিইও সন্দর পিচাই । ৪৩ বছর বয়সী পিচাইয়ের জন্ম ভারতের চেন্নাইয়ে। অসম্ভব গুণী এই মানুষটির একটি গল্প খুব জনপ্রিয় হয়েছিল কিছুদিন আগে ।গল্পটি ছিল ছোট্ট একটি তেলাপোকাকে নিয়ে । প্রতিদিনের মতই পিচাই তার নির্দিষ্ট রেস্টুরেন্টে বসে সকালের নাস্তা করছিলেন ।সকাল বেলা, রেস্টুরেন্ট বেশ জমজমাট । ঠিক সেই সময় কোথাথেকে একটা তেলাপোকা উড়ে এসে ঠিক সুন্দর পিচাইয়ের পাশের টেবিলে বসল । ঐ টেবিলে দুজন ভদ্রমহিলা বসে ছিলেন। ভদ্রমহিলা দুজন রিতিমত চিৎকার করে লঙ্কাকান্ড বাধিয়ে দিয়েছেন । ছোট্ট তেলাপোকা এই শোরগোলের মধ্যে ভয় পেয়ে উড়ে চলে গেল ।

ঠিক সেই সময় একজন ওয়েটার হাত ভর্তি খাবার নিয়ে যাচ্ছিলেন । তেলাপোকাটি উড়ে ঐ ওয়েটারের কাঁধে গিয়ে বসল । সবার নজড় ঐ ওয়েটারের কাঁধে । সবাই অপেক্ষা করছে এতা দেখতে যে ওয়েটারটি কি করে । ওয়েটার তার হাত থেকে খাবার টেবিলে রেখে আস্তে আস্তে রেস্টুরেন্টের দরজার কাছে গেল এবং শান্ত ভঙ্গিতে কাঁধ থেকে তেলাপোকাটিকে বাহিরে ছুড়ে ফেলল । পিচাই পুরো ব্যপারটি দেখে খুব চিন্তিত হয়ে গেলেন । তিনি এটা বুঝলেন যে, ভদ্রমহিলাগুলোর চিৎকারে কোন কাজ হয় নাই অহেতুক হট্টগোলের সৃষ্টি হয়েছে, কিন্তু অপরদিকে ওয়েটার ঠান্ডা মাথায় ব্যপারটার সমাধান করে দিল কোন ধরনের হট্টগোল ব্যতীত ।


Image Source

সম্পূর্ণ ব্যপারটা থেকে পিচাই এটাই বুঝতে পারলেন যে, যেকোন অবস্থায় আমরা যদি অকারনে Hyper হই এবং React করি তাহলে ব্যপারটা আরো খারাপের দিকে গড়াবে । কিন্তু তার বদলে যদি আমরা Respond করি তাহলে পুরো ব্যপারটা বদলে যাবে।

Follow.png

Sort:  

Osomvob sundor ekti educational story share kora hoyeche . thanks a lot for this.

Thanks rakib

This post has received a 24.98 % upvote from @booster thanks to: @zaku.

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (14/03/2018) link

    বিমান দূর্ঘটনায় নিহতদের স্বরণে আজ গভীর শোক প্রকাশ
    আজ আমরা গভীরভাবে শোকাহত

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66551.16
ETH 3591.60
USDT 1.00
SBD 2.97