সফলতা চাও? ভেঙ্গে পরো না কখনো...... ধৈর্য ধরো।

in #motivation6 years ago

জিবনে সফলতা অর্জন করতে হলে অনেক ধৈর্য থাকতে হয়। ধৈর্য বিহীন সফলতা কল্পনাই করা যায় বাস্তব জীবনে এর কোনো অস্তিত্ব নেই। আপনি সফল প্রতিটা মানুষ এর কাছে গিয়ে একে একে খোজ নিয়ে দেখেন বুঝতে পারবেন তাদের সফলতা এমনি এমনি আসে নি। এর জন্য পারি দিতে হয়েছে অনেক দীর্ঘ পথ। তাকে জিজ্ঞেস করে দেখেন তাকে ধৈর্য ধরতে হয়েছে অনেকটা পথ। ধৈর্য ধরার কারনে আজ তিনি সফল একজন ব্যক্তি।

প্রতিটা মানুষের জিবনে সফলতা আসার আগে থাকে অনেক টা পথ অতিক্রম করতে হয়। ধৈর্য যাদের নাই তারা কখনো পারে না সেই পথ অতিক্রম করতে। কারন সেই পথ যে খুব সোজা এমনটা কিন্তু না। পথে রয়েছে দীর্ঘ বাধা। প্রতিটা বাধার মোকাবেলা করতে হবে আপনাকে। কিন্তু তার জন্যেই চাই অনেক ধৈর্যের। অনেকে ধৈর্য না ধরে হাল ছেড়ে দেয়। তারা কখনো এগোতে পারেনা। কারন তাদের মাঝে ধৈর্য নাই।

ধৈর্য মানুষের এমন একটি গুন যা সব সময় মানুষের ভালো কিছু হতে সাহায্য করে। একটা কথা মনে রাখবেন থৈর্য কখনো আপনার লস করাবে না বরংচ আপনার লাবই হবে। এই ধৈর্যই আপনার সফলতার পথ কে ছোট করে দিতে পারে। ব্যর্থ হয়ে ভেঙ্গে পড়লে চলবে না। ধৈর্য ধরতে হবে। একমাত্র ধৈর্য ধরলে ফল ভালো পাবেন। আর যদি হতাসায় ভেঙ্গে পরেন তাহলে সফল্য আপনাকে ছেড়ে চলে যাবে। পাবেন না তাকে কখনই।

পৃথিবির সফল ব্যক্তিরা ধৈর্য ধরেই সফল হয়ে ছেন। চেয়েছেন আর সফলতা পেয়েছেন এমন টা কিন্তুনা। কস্ট করে তারপর সফলতা পেয়েছেন। মাঝ পথে অনেক ধৈর্য ও ধরেছেন তারা। তাই তারা সফলতা পেয়েছেন। আপ্নিও ব্যর্থ হলে ধৈর্য ধরতে শিখুন দেখবেন আপনিও পারবেন।

Sort:  

ধৈর্যই সফলতার মুল!!!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57173.66
ETH 3067.89
USDT 1.00
SBD 2.39