বিকেলে মাঠে ছেলের খেলাধুলার মুহূর্ত🤾‍♂️🤾‍♂️

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কদিন ধরে যা গরম পড়েছে সহ্য করার মতো না। জয়পুরহাটে ঘুরতে গিয়েছিলাম বেশ কয়েকদিন ঘুরবো বলে কিন্তু অতিরিক্ত গরমে আর বেশিদিন থাকা হয়নি, চলে এসেছি বাসায়। বাসায় এসে ছেলে অস্থির হয়ে গেছে কিছুতেই বাসায় থাকতে যাচ্ছে না। আগে থেকে ঠিক করে রেখেছিলাম বিকেলে রোদ কমে গেলে একটু ওকে নিয়ে মাঠে যাব। আর বাবু ও বায়না করছিল মাঠে গিয়ে বল খেলবে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি ওকে বাহিরে খুব বেশি ঘোরাঘুরি করতে দিই না। বিশেষ করে গ্রামের বাচ্চাদের সাথে একদম মিশতে দেই না।

1000040943.jpg

যাইহোক বিকেল বেলা ওর বাবা এবং আমি রেডি হয়ে ওকে নিয়ে আমাদের স্থানীয় একটি স্কুল মাঠে চলে যায় যে স্কুলে আমি পড়াশোনা করেছি। সাথে একটি বল নিয়েছিলাম বাসা থেকে। এরপর সেখানে গিয়ে ওকে ওর মত করে খেলতে দেই সেখানে একটি ছেলে ওর সাথে অনেক সুন্দর খেলাধুলা করছিল সাথে আমার এক বড় ভাই ছিলেন কিনে আমার ছেলেকে খুবই ভালোবাসেন এবং দিনের বেশিরভাগ সময় আমার ছেলে তার মামার সাথেই থাকে।বাবু খেলছিল আর আমি মাঠে বসে সময় কাটাচ্ছিলাম।

1000040940.jpg

এটা হচ্ছে আমার স্কুল যেখানে আমার সোনালী দিনগুলো কেটেছে। বসে বসে স্কুল জীবনের অনেক কিছুই মনে পড়ছিল। আজ সেই দিনগুলো শুধু স্মৃতি। মাঝে মাঝে বাবুর বাবা ও বাবুর সাথে যুক্ত হচ্ছিলেন। বাচ্চাদের এই আনন্দগুলো সত্যিই চোখের সামনে দেখতে পারা অনেক ভাগ্যের ব্যাপার এবং বেশ ভালো লাগে।আমি সবসময় চেষ্টা করি বাবুকে ওর মত করে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগ করে দেওয়ার।

1000040939.jpg

বাবু প্রায় সন্ধ্যা পর্যন্ত সেখানে খেলেছিল এরপর আমরা বাসায় চলে আসি। যেহেতু বেশ গরম পড়েছে ভাবছি দু একদিন পরপর বাবুকে বিকেলে মাঠে নিয়ে যাব। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

বাইরের খোলা প্রাকৃতিক পরিবেশ গুলো বড় এবং ছোটদের জন্য অনেক উপকারী। বাচ্চাদের মাঝে মাঝে এভাবে বাইরে খেলতে দিলে তাদের মনের মধ্যে নতুন বিকাশ ঘটে। আপনি আর ভাইয়া বিকেলবেলা বাবুকে সাথে নিয়ে আপনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের ফিল্ডে চলে গেলেন। সেখানে গিয়ে বাবু ইচ্ছামতো খেলাধুলা করেছে জেনে খুবই ভালো লাগছে। আমার ছেলেকেও মাঝে মাঝে এভাবে আমাদের স্কুল মাঠে নিয়ে যাই। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 113090.19
ETH 4202.87
USDT 1.00
SBD 0.86