“মোখা”আতঙ্কে দেশ ("Mokha" is a country of terror)

in #mokhalast year

আবহাওয়া অধিদপ্তরের মতে আজ ভোর নাগাদ মোখা উপকূলে আঘাত আনতে পারে। ফলে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ প্রবন এলাকা থেকে মানুষদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। উপকুলবর্তী এলাকা গুলোতে ১০ নং বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।নিকটবর্তী বোর্ডগুলোর পরীক্ষা এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের নির্দেশ উপেক্ষা করে ঘুর্নিঝড় মোখা সরাসরি দেখতে উৎসুক জনগন ভীড় জমাচ্ছে সমুদ্র উপকূলে।
এরই মধ্যে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মোংলা বন্দরকে।https://www.somoynews.tv/news/2023-05-13
এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জাতীয় দুর্যোগ কেন্দ্র, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সংস্থা জরুরি সেবা নম্বর চালু করেছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে সচিবালয় থেকে জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ কেন্দ্রের হটলাইন নম্বর ৫৫১০১১১৫ এবং ৫৫১০১২১৭।

এছাড়া প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস বা তাদের হটলাইন নম্বর ১৬১৬৩। দুর্যোগের আগাম বার্তা জানতে টোল ফ্রি নম্বর চালু রয়েছে ১০৯০।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 67873.49
ETH 3528.53
USDT 1.00
SBD 2.80