মোবাইলের এপস ব্যবহারে থাকতে হবে সতর্কতা।
আপনি যখন প্লেস্টোর থেকে কোন এপ ডাউনলোড দিবেন অবশ্যই এর আগে কতবার ডাউনলোড হয়েছে সেটি খেয়াল করুন।
অবশ্যই দেখুন অ্যাপটির রিভিউ কেমন। যদি ডাউনলোড কম থাকে এবং নেগেটিভ রিভিউ থাকে তাহলে হতে পারে এটি Hacking অ্যাপ।
কোন অফিসিয়াল অ্যাপ ডাউনলোড দেয়ার আগে অবশ্যই তার সাপ্লায়ার কে এবং রিভিউ কত কতগুলো আছে সেটির দিকে খেয়াল করুন
থার্ড-পার্টি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকুন
আপনার অ্যাপটি কি কি পারমিশন চাচ্ছে সেদিকে নজর দিন। এমন কোন পারমিশন দেবেন না যা অ্যাপ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন কোন গেম এ SMS Read পারমিশন লাগে না।
যদি কোন গেম এমন পারমিশন চায় তাহলে বুঝতে হবে এখানে অন্য উদ্দেশ্য আছে।