বন্ধুর বিয়ের অনুষ্ঠান
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬-০৮-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আমরা বেশ মজা করেছিলাম। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসলে গতকালকে আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আমি প্রথম থেকেই বেশ ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করেছি। বন্ধুর বাড়ি আমার বাড়ির পাশেই। আমার বন্ধু বর্তমানে বাংলাদেশ বিজিবিতে কর্মরত রয়েছে। বেশ কিছুদিন ধরেই বন্ধুর বিয়ের জন্য বাড়ি থেকে মেয়ে দেখা চলছিল অবশেষে বন্ধু এবার যখন ছুটিতে বাড়িতে এসেছিল তার কয়েকদিন পরেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। গতকাল বন্ধুর বিয়েতে আমরা সত্যিই অনেক বন্ধু গিয়েছিলাম এবং সকলে বেশ মজা করেছিলাম এবং বিয়ের শেষ মুহূর্তে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন আমাদের এলাকার একটি পার্কের মধ্যে সেখানে বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম। তবে চলুন আজকে আপনাদের মাঝে বন্ধুর বিয়ের আরো বিস্তারিত আলোচনা করা যাক..........
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে চমৎকার দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে উপরে শেয়ার করেছি। গতকালকের শুক্রবার জুম্মার দিন আমরা বন্ধুর বিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক আমারও যখন বাসা থেকে বের হব হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল। কিছু সময়ের মধ্যে বৃষ্টি থেমে গেল আমরা বাড়ি থেকে সকলে যখন রওনা দিয়েছিলাম মাঝপথে জুম্মার আযান দিয়েছিল আমরা ভেবেছিলাম বিয়ে বাড়িতে পৌঁছানোর পরেই সেখানে গিয়ে নামাজ পড়বো। পরে সেখানে গিয়ে পৌঁছানোর পরে গেটের সামনে আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। তার কিছু সময় পরে আমরা সেখানে হালকা নাস্তা করে সকল বন্ধুরা বেশ আড্ডায় মেতে উঠে ছিলাম এবং বেশ কিছু আমাদের মধ্যে খোশ গল্প হচ্ছিল সত্যি সকলের সাথে গল্প আড্ডায় মেতে উঠে দিনটা অতিবাহিত করেছিলাম। আসলে আমাদের বন্ধুটা ছিল লাজুক প্রকৃতির সব সময় লজ্জাবোধ তার মধ্যে কাজ করতো। আমাদের প্রত্যেকটা বন্ধুর থেকে অন্যরকম ছিল একটু কিন্তু অবশেষে তার বিয়েটাও সেরে ফেললাম সেজন্যই সকলে বেশ আনন্দে আত্মহারা ছিলাম।
এবার আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে একটি নতুন বধুর ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার হাতে ডিএসএলআর ক্যামেরা ছিল তাই আমি হালকা নাস্তা খাওয়ার পরেই বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা বধু দেখতে গিয়েছিলাম। সেখানে ঘরের মধ্যে প্রবেশ করার পরে বেশ কিছু ছবি আমি আমার মোবাইলে এবং ডিএসএলআর ক্যামেরায় ধারণ করেছিলাম। পরে আমরা যখন বাইরে এসেছিলাম তখন আমি যখন আমার বন্ধুকে নতুন বউয়ের ছবি দেখিয়ে ছিলাম তখন সত্যি মুচকি হাসছিল। তখন সেখানে আমরা আবারও সকলে মিলে বেশ দারুণভাবে হাসি আড্ডায় মেতে উঠে ছিলাম এভাবেই প্রায় সেখানে কয়েক ঘন্টা সময় অতিবাহিত করেছিলাম। তারপরে আমরা সেখানে খাওয়া-দাওয়া শেষ করে যখন আমাদের বন্ধুর শালী এসেছিল আমাদের হাত ধোয়ানোর জন্য। সেখানে তিনজন এসেছিল আমরা প্রায় ৭ থেকে ৮ জন বন্ধু ছিলাম। আমাদের সকলের হাত ধুয়ে দিয়েছিল কিন্তু আমরা টাকা দেওয়ার সময় একটু মজা করেছিলাম। ২০ টাকার নোট আমাদের পাশ থেকে একটা বন্ধু বের করে বলেছিল এইটা যদি তোমাদের তিনজনকে ভাগ করে দেই যদি কত টাকা হয় বলতে পারো তাহলে তোমাদের সাথে সাথে দুই হাজার টাকা পুরস্কার। কিন্তু তারা এক মিনিটের মধ্যে বলতে পেরেছিল না তাই তারা পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে। এভাবেই বেশ দারুন মজা করেছিলাম। তারপরে বর আসনের নিচ থেকে বরের জুতা চুরি হয়ে গিয়েছিল সত্যি এটা ছিল বেশ হাস্যকর বা মজার। কিন্তু আমরা দুইটা জুতা নিয়ে গিয়েছিলাম পরবর্তীতে বন্ধুকে আরেকটা জুতা পায়ে দিয়ে দিয়েছিলাম।
এবার আপনারা দেখতে পারছেন আমি আবারো চমৎকার দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। দুজনকে যখন পাশাপাশি চেয়ারে বসানো হয়েছিল তখন দেখে সত্যি বেশ ভালো লেগেছিল। আমি তখন বলেছিলাম দুজনকে বেশ মানিয়েছে। তার কিছু সময় পরে বন্ধুর একটা শালী এসে আমাকে বলে আপনাদের জুতা আপনারা নিয়ে যান। আমি তখন বলেছিলাম জুতা তোমরা রেখে দাও তোমার দুলাভাই আবার কালকে এসে পায়ে দিবে জুতা আমাদের এখন প্রয়োজন নাই। এভাবেই বেশ হাসি ঠাট্টায় মজা করেছিলাম। তারপরে আমরা সেখান থেকে বের হয়ে এসেছিলাম এবং বাড়ি ফেরার পথে একটি পার্কের মধ্যে বেশ কিছু ছবি তুলেছিলাম। সব মিলিয়ে বন্ধুর বিয়ের দিনটা বেশ দারুন ভাবে কাটিয়েছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/kibreay001/status/1956671828644274193?t=Wgspegi-bevUAtjoqAiLfA&s=19
https://x.com/kibreay001/status/1956672205271535721?t=Wgspegi-bevUAtjoqAiLfA&s=19
https://x.com/kibreay001/status/1956672665009172542?t=Wgspegi-bevUAtjoqAiLfA&s=19
https://x.com/kibreay001/status/1956674526520950859?t=Wgspegi-bevUAtjoqAiLfA&s=19
x-promotion
ভাইয়া আপনার বন্ধুর বিয়ের দারুন মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো। তাদের নতুন জীবন সুখের হোক এই কামনা করছি। অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5