শীতের বাজার
বর্তমানে ভুট্টা লাগানোর ধুম পরে গিয়েছে। শীতকালে আমাদের অঞ্চলে নদীতে চড় পরে। সেই চড়ে মানুষ তামাক ও ভুট্টা লাগায়।
চড়ের মাটি অনেক উর্বর হয়ে থাকে। এই মাটিতে যে কোন গাছ লাগালে ভালো ফলন পাওয়া যায়। আমি যে ছবিগুলো শেয়ার করেছি সেগুলো হলো ভুট্টা গাছ লাগানোর ছবি। ভুট্টা গাছ লাগানোর তিন-চার মাস পরে ফল পাওয়া যায়।
ভুট্টা একটি লাভজনক ফসল। বাজারে ভুট্টা চাহিদা প্রচুর। বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে ভুট্টা ব্যবহার করা হয়।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!