আর্টঃ মধুবনী।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ২৮ শে আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি মধুবনী আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ অনেকদিন পর একটি মধুবনী আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।ভিন্ন ভিন্ন আর্ট করতে আমি পছন্দ করি। তাই সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজও একটা মধুবনী এঁকেছি। আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।বিভিন্ন শেডের মোম রং
৩।রাবার
৪।পেন্সিল
৫।নীল জেল পেন
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই মধুবনী আর্টটি করবো।
ধাপ-২
পেন্সিলের দাগের মাঝখানে একটি মাছ এঁকে নিয়েছি।
ধাপ-৩
নীল জেল পেন দিয়ে পেন্সিলের দাগের উপর দাগ দিয়ে নিয়েছি। সেই সাথে মাছের শরীরে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৪
ভিন্ন ভিন্ন রং এর মোম রং ব্যবহার করে মাছের শরীর রং করে নিয়েছি।
ধাপ-৫
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে হার্ট শেপে মধুবনী আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের মাছের মধুবনী আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৮শে আগস্ট, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1961092865951494474
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1961093609761263731
Discord sever এর সমস্যার দরুন ডেইলি টাস্কগুলো দেয়া সম্ভব হলো না।
আজকে আপনি সুন্দর একটি আর্ট করেছেন। আপনার মধুমতি মধুবনী আর্ট আবার কাছে অনেক ভালো লাগলো। এবং মাছের শরীরে খুব সুন্দর করে ডিজাইন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আর্ট সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মধুবনি আর্ট দেখতে বেশ সুন্দর হয়। আমি চেস্টা করেছি সুন্দরভাবে আঁকার । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আকঁতে আকঁতে কিছুতা দক্ষতা অর্জন করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে মধুবনী আর্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনি এখানে এই আর্টের মধ্যে রঙের সংমিশ্রণ খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে ডিজাইনগুলো একেবারে অসাধারণ ভাবে দিয়েছেন৷ এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন৷ যা দেখেই বোঝা যাচ্ছে৷
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।