লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে
-লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে
ছেলেটি যখন বলে "তোমাকে বিয়ে করবো চলে এসো" তখন সব মেয়েরা সারা দিতে পারে না,কিংবা বাবা মায়ের চাপে পরা মেয়েটি যখন বলে একটা কিছু করো দ্রুত বিয়ে করো আমাকে তখন সব ছেলেই সাহস করে আগাতে পারে না
এক্সকিউজ দেখায় ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না (উভয়ই)
আসলে এরা মুখে ভালোবাসি বললেও, লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না।
কোনো বাবা মা-ই তার ছেলে, ছেলের বউকে দূরে ঠেলে দেয় না,আদরের ছেলেকে ছাড়া থাকতে পারে না। কোনও বাবা মা-ই দীর্ঘদিন তার মেয়ের ওপর অভিমান করে থাকতে পারে না। বাবা মা তার সন্তানের সুখটাই চায়, কিন্তু এই ব্যাপারটা জাস্ট একটু সাহসীকতার সাথে উনাদের বুঝিয়ে দিতে বলতে হয়,ফ্রী হতে হয় তাদের সাথে,সবসময় না ভয়ে না লুকিয়ে শেয়ার ও করতে হয়। আমি এই মেয়েকে নিয়ে সুখি ওকে বিয়ে করতে চাই বা আমি এই ছেলেকে নিয়ে সুখি.!!
প্রকৃত ভালোবাসা কখনোই ভাত, কাপড়ের সাথে আটকে থাকে না.
ইতিহাস সাক্ষী, স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাওয়াইছে (আইয়ুব নবীর স্ত্রী)
- আজকাল অনেকেই বলেন, ফ্যামিলির বাহিরে বিয়ে করবো না, ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করবো (ছেলে মেয়ে উভয়)
কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্ক স্বপ্নগুলো....
--তাদের জন্য বলছি, "কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন?"
কাউকে ঘর বাধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন?
নিশ্চয় নেন নি, তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রুপ দেওয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়.?
একটার পর একটা প্রেম করার সময়, ফ্যামিলি কোনো ফ্যাক্ট না, কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট.? - আসলে ব্যাপার এসব কিছুই না,,,
সত্যি কথা হলো, আপনাদের চিন্তা এমন, "প্রেম করছি, ভালোবাসছি, ঠিক আছে, কিন্তু বিয়ে করবো বাবা মার মতেই," কারন আবেগে ভালোবেসে ফেলেছিলেন যে
-যদি ভালোবাসাকে সম্মান না করতে পারেন পূণর্তা দিতে না পারেন, তবে ভালোবাসা আপনাদের জন্য নয়
আপনাদের এসব মিথ্যা ভালোবাসা, অভিনয় থেকে দূরে থাকাই উত্তম….
তাই সবাইকে বলবো, যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসেন, তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন, সারাজীবন একসাথে থাকার জন্য ভালোবাসবেন ।
পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দিবেন না।
পরিবার একদিন ঠিকই মেনে নেয়।
-কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন, ভাব্বেন না আপনি খুব সুখে থাকবেন,একইরকম কষ্ট আপনারও পেতে হবে,একদিন না একদিন, ঠকবেন আপনিও।
(কারন প্রকৃতি কাউকে ছাড়ে না)