মন খারাপের ট্রেন - লভ স্টোরি

in #lovehistori6 years ago

কোনোদিনও যে আবার এ নম্বর থেকে MSG আসবে ভাবেনি কোনোদিনও..
"তোর সেই ভ্যালেন্টাইন্স ডে তে দেওয়া Show Piece টা নিয়ে যেতে পারবি ?? আমি মেস ছেড়ে দিচ্ছি , বাড়ি থেকেই যাতায়াত করব ..তো বাড়িতে ম্যানেজ করতে পারবনা " ...
সে বিষ্মিত হয়ে Reply দিল , " হ্যা! ফেরত দিয়ে দিস !
কোথায় Meet করবি বল" ..
সুস্মিত এর হৃদস্পন্দন টা বেড়ে গেল , কতদিন পর চেনা চেনা লাগছে তার এই শব্দ গুলো , ইনবক্স থেকেও পুরোনো চেনা মেঠো গন্ধ পেল সে , কতদিন সে দেখেনি আহেলি কে..।
এই সেই আহেলি , যার সাথে সারাদিন হন্যে হয়ে হাটত সে , যার সাথে টেক্সট এর চুপচাপ আনাগোনায় কথা হত সারাদিন , যার মিসকল এর আওয়াজে ঘুম ভাঙতো, ঘুমোতে যাওয়াটাও হত ওর "গুড নাইট" নামক ঘুমপাড়ানি শব্দটির মধ্যে দিয়ে, যার সাথে এক ছাতায় উদ্যম বৃষ্টি তে ভিজেছিল, গঙ্গার পাড়ের উত্তাল হওয়ায় ওর উড়ন্ত চুলের গন্ধ নিয়েছিল .. কত কথা , কত ভালোবাসা, কত অভিমান, রাগ .. নাহ!
সব কোথায় হারিয়ে গ?
বুকটা বড্ড ভারী হয়ে গেল ...।
তার ভাবনার রাশিমালায় দাড়ি টানলো , Msg টুংটাং আওয়াজ , ..
"শোন কাল স্টেশন এ ৩টের সময় দাড়াস !
আমি ট্রেন থেকে নেমেই তোকে দিয়েই চলে যাব.. ওকে? " ..
সুস্মিত reply করল , " হম ওকে, একটা Question করব ?" ..
তৎক্ষণাৎ reply এল , "কর" ।
সুস্মিত কৌতূহলী চোখে TYPE করতে লাগল , " তুই তো বলেছিলি Show Piece টা ভেঙে ফেলেছিস .. তো? .. "
জবাব এল , "নাহ! ভাঙ্গিনী রে , বেশ যত্নেই আছে, কিন্তু তোর স্মৃতি আর আগলে রাখতে চাইনা , কাল এসে নিয়ে যাস প্লিজ" ..
সুস্মিতের বুকের ভিতর টা মুচড়ে উঠল , একফোটা চোখের জল গাল বেয়ে স্মার্টফোনটার উপর পড়ল ...সেদিন রাতে কিছুতেই ঘুম আসছেনা সুস্মিত?
"ও কি সেই আগের মতোই আছে , না এই দেড় বছরেই পাল্টে গেছে অনেক টা, কতদিন ওর Innocence মাখানো সুন্দর মুখটা দেখা হয়না..।সেইরকম উত্তেজনা কেন আবার হচ্ছে ?
নিজেকে আনমনে প্রশ্ন করল সুস্মিত..
ঘরের জমাটি অন্ধকার গুলো থেকে কোনো উত্তর পেলনা সে।
নাহ! সেদিনও রাতেও ঘুম আসেনি তার।
সুন্দর এক নতুন জীবনের স্বপ্ন বুনেছিল সারা রাত..।
আহেলিরও কি একই অবস্থা ছিল ?
পরে আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি ...।
সকাল ৫টায় উঠে যখন স্নান করে কেত মেরে রেডি হচ্ছিল ,
মা রীতিমতো অবাক হয়েছিল ,
"কিরে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস?"
সুস্মিত এক খুশি খুশি সলজ্জ excuse দিয়েছিল,"মা আজ Communication skill এর উপর একটা সেমিনার আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে ..৭.৩০ টার ট্রেন টা ধরব !"...
আগে আগে ৭.৩০টা তেই আহেলিদের স্টেশন এ পৌঁছে গেছিল সে , খুব excited আজ , সময় যেন কাটছেনা আজ , সে ২ নাম্বার প্লাটফর্মের একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগল।
বুকটা দুরুদুরু .. বারবার ফোন চেক করছে.. যদি ও কোনো msg করে .. আনমনে পা টা নাচাতে লাগল ..।
উফঃ! কখন যে আসবে , ঘড়িটা মাঝেমাঝেই দেখতে লাগল, আহেলি বলেছিল , ১নম্বর প্লাটফর্ম থেকে আসবে , বারবার সেদিকে তাকিয়ে ভিড়ে কোঁকড়া চুলের অলিভ কালার এর কুর্তিপরা মেয়েটাকে খুঁজতে লাগলো..
"কাল কি রঙের ড্রেস পরবি ?...
-ওই তো অলিভ কালারের একটা কুর্তি ..তুই?
-নীল রঙের একটা শার্ট আর জিন্স...।
সামনে থেকে একের পর এক ট্রেন বেরিয়ে চলে যাচ্ছিল ..উফঃ! আর সইছেনা !
ঘড়িতে দেখলো , ৭.৫৫!!..আর কখন আসবে ?
উত্তেজনার বসে একটা টেক্সটই করে দিল সে "তুই কোথায় ?
কখন থেকে বসে আছি.. কখন আসবি?"...
হঠাৎ ১নম্বর প্লাটফর্ম এ চোখে পড়ল , একটি মিষ্টি দেখতে মেয়ে, লক্ষী ঠাকুরের মতো কোঁকড়া কোঁকড়া চুল, অলিভ কালারের কুর্তি, জিন্স ..চোখে রিমলেস চশমা...।
ততক্ষনে..
সুস্মিত এর বুকের ভিতর এ হৃদস্পন্দন ঢাক বাজাতে শুরু করেছিল.!সকালে যখন ঘুম ভাঙলো তখন ৮টা..।
কাল স্মৃতি রোমন্থনের ঘূর্ণিপাকে কখন যে চোখ টা বুজে এসেছিল ,খেয়াল নেই সুস্মিত এর।
না আজ কলেজ যাবেনা সে ..।
আজ দিন টাতে একটা পুরোনো ভালোলাগার গন্ধ আছে , কেমন একটা খুশির চিনচিনে ব্যাথা আছে।
সময়গুলো উদ্বিগ্ন হয়ে কাটতে লাগল .. কিছুইতেই যেন মন বসছেনা।
মনে মনে এক অদ্ভুত উত্তেজনা, অস্থির, একটু ব্যাথা .. আগের মতোই মাঝে মাঝে মোবাইল টা চেক করছে .. যদি আহেলি কোনো msg করে ..।
না !
করেনি ..।
সইছে না নিস্তব্ধতা..।
ইচ্ছে করছে খুব কথা বলতে আবার.. কিন্তু ন!
এলোপাথাড়ি চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে ..শেষে Ego এর কাছে ইচ্ছেরই জয় হলো , সদ্বিগ্ন চোখে Type করল , " তুই আজ আসবি তো ?"...
অপেক্ষার অনেকটা সময় পর ফোনটার নোটিফিকেশন রিংটোন টা বেজে উঠল , সুস্মিত তৎক্ষণাৎ হাতে নিয়ে দেখলো ,
"হ্যা! আমি আসব!
ল্যাব এ ছিলাম, আমি ২.০৫ এর ট্রেন টা ধরব, তুই প্লাটফর্মে দাড়াস! ৩টের মধ্যে পৌঁছে যাব"...।

Sort:  

Hello @akhi003,
Your post "মন খারাপের ট্রেন - লভ স্টোরি" hast just been resteemed !!!.😄😻😄
You have earned this service just by following me..


😉😄😉 Best regards, free resteeme. @tow-heed😻😻😻

ভালো গল্প, আমার আইডি তে আমার তোলা ছবি আছে দেখতে আমন্ত্রণ রইল,ফলো, ভোট, ব্যাক পাবেন। Happy steeming.

thanks upvote & comments

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63183.53
ETH 2643.93
USDT 1.00
SBD 2.78