মানব শরীরের উপর **প্রেম** এর প্রভাব

in #lovefact6 years ago

প্রেমে পড়া মানেই শরীরে হরমোনের খেলা

received_1016301201855597.jpeg
জগতের সব মানুষের কাছে সবচেয়ে আরাধ্য জিনিস হচ্ছে প্রেম প্রতিটা মানুষ চায় প্রেমে পড়তে। প্রেমের স্বাদ আস্বাদন করতে। আর জগতে প্রেম আছে বলেই জগতটা এত্ত সুন্দর। কেউ যখন প্রেমে পড়ে, তার দুনিয়া হয়ে ওঠে বর্ণিল, সতেজ আর রসালো। প্রেমে পড়লে মানুষ কবি হয়ে ওঠে, তার সাথে তার শরীরে ঘটে বিভিন্ন পরিবর্তন।
আসুন জেনে নেয়া যাক তেমন কিছু আশ্চর্যজনক তথ্য।

মস্তিষ্কে হরমোনের পরিবর্তন
প্রেমে পড়লে মানব মস্তিষ্কে বিভিন্ন হরমোনের পরিবর্তন হয়। যার মধ্যে ডোপামিন অন্যতম। এই হরমোন আমাদের সুখের অনুভুতি দেয়। প্রিয় মানুষটির কথা ভাবলে, তার সাথে কথা বললে, স্পর্শ পেলে এই হরমোন রিলিজ হয়। তাই প্রেমের শুরুতে মানুষগুলো খুবই সুখে আছে বলে মনে করে।

শরীরের রং উজ্জ্বল হয়ে ওঠে

প্রেম যখন মানব মনে বাসা বাধে তখন আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে মেলানিন ক্ষরণ কমিয়ে দিয়ে দেহের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

জিহ্বার স্বাদ বেড়ে যায়

প্রেমে পড়লে স্বাস্থ্য ভালো হয়। কারণ হিসেবে বলা যায়, প্রেম থাইরয়েড গ্রন্থি থেকে T4 নামক হরমোন ক্ষরণ করায় যা শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে জিহ্বায় নূতন করে স্বাদ কোরক বা টেস্ট বাড তৈরী করে। ফলে জিহ্বার স্বাদ গ্রহন ক্ষমতা বেড়ে যায়। তখন সব খাবারই ভালো লাগে।

একাগ্রতা বাড়ে

প্রিয় মানুষটার কথাই প্রেমে পড়লে বার বার মনে পড়ে, ফলে ব্রেইন একটা বিষয় নিয়েই ব্যস্ত থাকে। এতে করে মনোসংযোগ বাড়ে।

*রাতে ঘুম কমে যায়

প্রেমিক/প্রেমিকা তাদের মনের মানুষের কথা সব সময় ভাবতে থাকে। তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে থাকে, সাজাতে থাকে তাদের স্বপ্নের পৃথিবী। এসময় অতিরিক্ত কর্টিসল নামক ক্ষরণ হয় যা রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।

কাছে পাওয়ার আকুলতা বাড়ে

প্রেমে পড়লে দুজনের শরীরে টেস্টোস্টেরন/ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় যা দুজন কে দুজনার কাছে পেতে মজবুর করে। ফলে প্রিয় মানুষটার কাছে মানুষ ছুটে যায় বার বার।

সত্যি কথা বলতে প্রেম আসলে দেহের হরমোনের লীলা খেলা, যে খেলায় প্রতিটা মানুষ অংশ নিয়ে জিততে চায় আর এভাবেই এগিয়ে যায় মানব সভ্যতা।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63540.43
ETH 2481.91
USDT 1.00
SBD 2.66