love this

in #love3 years ago

"আমার জীবনে সবচেয়ে প্রিয় নারী আমার বউ "কথাটায় হয়তো লজ্জা জরিয়ে থাকে,
না হয় এটা বলা একটা অপরাধ..!!!!
তাই হয়তো কেউ বলে না।
মা তো সবার কাছেই প্রিয়।
নারীদের ও যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে প্রিয় নারী কে? তাদের অনেকে ও হয়তো উত্তরে- মা ই বলবে।🙂🙂🙂
যাই হোক...
এবার নারী দিবসে একটা ভিডিও দেখছিলাম।
সেখানে অনেক লোককে একই প্রশ্ন করা হচ্ছিল -
“আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে?”
স্বভাবতই অনেকে উত্তর দিলেন - মা,
কেউ বললেন - মেয়ে,
কেউবা বললেন - বোন।
একজন বললেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসল।
খুব অবাক হয়েছি একজন মানুষও উত্তর দিলেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। অনেকক্ষণ চুপচাপ বসে ভাবলাম আসলে সম্পর্কটার সমস্যা কোথায়???
নাকি বাঙালী পুরুষের সমস্যা!
বউকে ভালবাসি বললে মান সম্মান চলে যাবে?
লোকে বউ পাগল বলবে?
বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে হেডম কমে যাবে?
এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না 🙂

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95358.83
ETH 3366.72
USDT 1.00
SBD 3.11