তুমি তো জানোই আমি সামাজিক ভাবে কোনও দিন পুরোপুরি তোমার হব না।

in #love5 years ago

তুমি তো জানোই আমি সামাজিক ভাবে
কোনও দিন পুরোপুরি তোমার হব না।
আমিও তো জানি তুমি আমার একার জন্য নও।
তা হোক না। তা আমার বেশি।
আমি কী কী চাই?
সুর কানে প্রবেশ করবে।
হাত সে শান্ত হবে হাতে।
শরীর কখনও হবে, কখনও হবে না।
সামাজিক ভাবে, বলো,
কারো কিছু ক্ষতি আছে তাতে?
মনে মনে সঙ্গে থাকি।
যে-পথে কলেজ থেকে ফেরো
সে-রাস্তায় মনে মনে যাই
বাস্তবেও গেছি দু’একবার।
তোমার ছাত্রীকে তুমি বললে কি আমার কথা?
বলো তো কী পরিচয় দিয়েছ আমার?FB_IMG_15253366665229570.jpg

Sort:  

This post has received a 0.56 % upvote from @booster thanks to: @mdarifk10.

The force is with you! You got a 16.67% upvote from @steemyoda courtesy of @mdarifk10!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.023
BTC 27266.17
ETH 1843.42
USDT 1.00
SBD 2.27